উলভসকে হারিয়ে ম্যানইউর প্রতিশোধ

হুয়ান মাতা করেন একমাত্র গোলগত মৌসুমের এফএ কাপ কোয়ার্টার ফাইনালে উলভারহ্যাম্পটনের কাছে হেরে বিদায় নিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় রাউন্ডেও একই লজ্জা পেতে বসেছিল তারা। তবে রিপ্লে ম্যাচে প্রতিশোধ নিলো উলে গুনার সুলশারের ফুটবলাররা।

গত ৪ জানুয়ারি উলভসের মাঠে গোলশূন্য ড্র করেছিল ম্যানইউ। ওই ম্যাচে লক্ষ্যে একটিও শট নিতে পারেনি তারা। গতকাল বুধবার ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের জয়ে নিজেদের সেরাটা দিয়েছে। শেষ ৩২ নিশ্চিতের পথে প্রথমার্ধ কোনও দল গোল পায়নি, তবে ৫ শটের তিনটি নেয় ইউনাইটেড।

ম্যাচে দুই দলের পার্থক্য গড়ে দেন হুয়ান মাতা। অ্যান্থনি মার্শালের থ্রু-বলে ৬৭ মিনিটে একমাত্র গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড। এর আগে ১০ মিনিটে ভিএআরে উলভসের একটি গোল বাতিল হয়। পেদ্রো নেতোর শট ম্যানইউর জালে ঢোকার আগে রাউল হিমেনেসের হাতে বল লাগে। কর্নার থেকে ম্যাট ডোহার্টির হেড পোস্টে লেগে আবার হতাশ করে উলভসকে।

ম্যানইউর জয় উচ্ছ্বাস মাটি করে দিয়েছে তাদের শীর্ষ গোলদাতা মার্কাস র‌্যাশফোর্ডের চোট। ড্যানিয়েল জেমসের বদলি নেমে মাত্র ১৬ মিনিট খেলে পায়ে আঘাত পান তিনি। আগামী রবিবার অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে শঙ্কায় পড়লেন ইংলিশ ফরোয়ার্ড।

চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ ওয়াটফোর্ড অথবা ট্রানমেরে রোভার্স। দুই দলের বুধবারের রিপ্লে ম্যাচ পিছিয়ে গেছে ভেজা মাঠের কারণে।