যে কারণে বার্সার প্রস্তাবে জাভির না

জাভিবার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও প্রধান নির্বাহী অস্কার গ্রাউর সঙ্গে দেখা করা নিয়ে শুরুতে লুকোচুরি করেছিলেন জাভি। এবার জানালেন, কোচিংয়ের প্রস্তাব পাওয়ার গুঞ্জনই সত্যি। বার্সার কোচ হওয়ার প্রস্তাব কেন ফিরিয়ে দিলেন, সেটাও বললেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার।

আর্নেস্তো ভালভার্দের উত্তরসূরি হিসেবে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন জাভি। তবে বার্সার ডাগআউটে দাঁড়ানোটা একটু তাড়াতাড়ি হয়ে যায় মনে করছেন তিনি। শুক্রবার কাতার কাপ ফাইনালে নামার আগের দিন সংবাদ সম্মেলনে আল সাদ কোচ জানান, ‘এরিক আবিদাল ও অস্কার গ্রাউর মাধ্যমে আমি বার্সার কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু আমি সেটা গ্রহণ করিনি।’

স্বপ্নের চাকরি ফিরিয়ে দেওয়া একটা কারণ তো জাভির আছেই, ‘এখনই ওখানে কোচিং করানোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার স্বপ্ন, একদিন বার্সেলোনার কোচ হবো।’ পরিবার ও আল সাদের খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্তটি নেন ৩৯ বছর বয়সী।

জাভির কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর বার্সা বেছে নিয়েছে কিকে সেতিয়েনকে। বার্সার কোচের চেয়ারে তাকে বসতে  দেখে খুশি বার্সায় সবচেয়ে বেশি ৮৫৫ ম্যাচ খেলা সাবেক মিডফিল্ডার, ‘নতুন বার্সেলোনা কোচকে আমার পছন্দ হয়েছে। তার কাজের কৌশল আমার ভালো লাগে। আশা করি দলকে নিয়ে তিনি সফল হবেন।’

বার্সায় ১৭ বছরের ক্যারিয়ারে ৮টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগসহ ২৫টি ট্রফি জিতে ২০১৫ সালে খেলোয়াড় হয়ে কাতারের ক্লাব আল সাদে যোগ দেন জাভি। গত বছর পেয়ে যান ক্লাবটির কোচের দায়িত্ব। শুক্রবার তার সামনে প্রথম ট্রফির হাতছানি, কাতার কাপে তার দল ফাইনালে মুখোমুখি হবে আল দুহাইলের।