করোনাভাইরাস: অসহায়দের পাশে ‘ক্যানরি ওয়ার্ফ’

‘ক্যানরি ওয়ার্ফ’-এর ব্যানারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছেন দুই ফুটবলার তপু বর্মণ ও সোহেল রানাব্যক্তিগতভাবে দুজনেই অসহায় লোকজনদের পাশে এসে দাঁড়িয়েছেন। নিজেদের সাধ্যমতো খাদ্যসামগ্রী দিয়েছেন করোনাদুর্গতের। এবার জাতীয় দলের দুই খেলোয়াড় তপু বর্মণ ও সোহেল রানা ইংল্যান্ডভিত্তিক ফুটবল একাডেমি ‘ক্যানরি ওয়ার্ফ’-এর ব্যানারে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী দিয়েছেন। রাজধানীর খিলগাঁও তালতলায় ১৫০ জন মানুষের মাঝে এই সামগ্রী দেওয়া হয়েছে।

মূলত ক্যানরি ওয়ার্ফেরে মাধ্যমে তপু বর্মণ ও সোহেল রানা উঠে এসেছেন। নিজেদের পারফরম্যান্স দিয়েই আজ তারা জাতীয় দলে খেলছেন। তাই এই একাডেমির উদ্যোগের পেছনে তাদের দেখা গেছে। এই উদ্যোগে অবশ্য খো খো ফেডারেশনও আছে। এছাড়া অন্যান্য খেলোয়াড় ও কোচরাও ছিলেন।

তপু বর্মণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ক্যানরি ওয়ার্ফের মাধ্যমে আজ ফুটবলার হয়েছি। তারা যেহেতু মহৎ কাজ করছে। তাই তাদের এই উদ্যোগের সঙ্গে আমরা আছি। সবাই মিলে বিকেলে অসহায় লোকজনের মাধ্যে  খাদ্রসামগ্রী তুলে দিয়েছি।’