করোনাভাইরাসে প্রো লাইসেন্স করা হলো না মারুফুলের

চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হকএএফসি ও উয়েফা ‘এ’ লাইসেন্স করেছেন আগেই। প্রথমটি ২০০৯ সালে, পরেরটি ২০১৫-তে। নিজের কোচিং ক্যারিয়ার আরও সমৃদ্ধ করতে এই বছরই এএফসি প্রো লাইসেন্স কোর্স শুরু করতে চেয়েছিলেন মারুফুল হক। কিন্তু করোনার কারণে সেটাও বাতিল হয়ে গেছে।

এই বছরের ২১ মার্চ থেকে ইন্দোনেশিয়াতে এএফসি প্রো লাইসেন্স কোর্স শুরু হওয়ার কথা ছিল। মোট আট মডিউলে দেড় বছরের এই কোর্সে নামও নিবন্ধন করেছিলেন চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল। কোর্সের অংশ হিসেবে এশিয়ার উন্নত দেশের সঙ্গে ইতালির পেশাদার ক্লাবেও যেতে হতো তাকে। কিন্তু করোনা সেটি হতে দিচ্ছে না।

মারুফুল কিন্তু থেমে যাচ্ছেন না। করোনা পরিস্থিতির উন্নতি হলে নতুন করে কোর্স শুরু করতে চান দেশের অন্যতম সেরা এই কোচ, ‘আমি এখনও ফুটবলের অনেক কিছু জানি না। তাই ফুটবল সম্পর্কে আরও বেশি করে জানতেই প্রো লাইসেন্স করতে চেয়েছিলাম। করোনার কারণে সেটা আপাতত হচ্ছে না। তবে এতে আমার কোনও আক্ষেপ নেই। পরিস্থিতির উন্নতি হলে তখন শেখার সুযোগ থাকবে।’

উয়েফা ‘এ’ লাইসেন্সের পর স্বাভাবিকভাবে ধরে নেওয়া হয়েছিল প্রো লাইসেন্স করবেন তিনি ইংল্যান্ডে গিয়ে। কিন্তু তা না করে এএফসি প্রো কোর্স করার কারণ হিসেবে মারুফুলের ব্যাখ্যা, ‘উয়েফা প্রো করতে পারলে ভালো হতো। কিন্তু সেটা করতে হলে অনেক টাকার প্রয়োজন। তাই এএফসি প্রো করতে চেয়েছি।’