রিয়ালের চ্যাম্পিয়নস লিগের শুরুতে নেই রামোস

চোটে ছিটকে গেছেন সের্হিয়ো রামোসসংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছিলেন কোচ জিনেদিন জিদান- কোনও ঝুঁকি নিতে চান না সের্হিয়ো রামোসকে নিয়ে। পরে দল ঘোষণায় নিশ্চিত হওয়া গেল। শাখতার দনেৎস্কের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল পাচ্ছে না তাদের অধিনায়ককে। হাঁটুর চোটে ঘরের মাঠের ম্যাচটি থেকে ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার।

গত শনিবার কাদিজের বিপক্ষে রিয়ালের ১-০ গোলের হারের পথে হাঁটুতে আঘাত পেয়েছিলেন রামোস। সামনেই আছে আবার এল ক্লাসিকো। তাই শাখতার ম্যাচে এই ডিফেন্ডারকে নিয়ে ঝুঁকি নেননি জিদান। তাকে বাইরে রেখে চ্যাম্পিয়নস লিগ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি।

বুধবার রাতে শাখতারকে আতিথ্য দেবে রিয়াল। চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির পর রবিবার রিয়াল মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। এল ক্লাসিকোতে রামোসকে পুরোপুরি ফিট পেতে ‍ইউক্রেনিয়ান ক্লাবের বিপক্ষে তাকে বাইরে রেখেছেন জিদান। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ফরাসি কোচ, ‘আমরা কাউকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাই না।’

গত আগস্টে রামোসকে ছাড়া খেলতে নেমে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গিয়েছিল রিয়াল। কার্ডসংক্রান্ত নিষেধাজ্ঞায় স্প্যানিশ অধিনায়ক মাঠে নামতে না পারায় শেষ ষোলো থেকে তাদের বিদায় করে দেয় ম্যানচেস্টার সিটি।

রামোস ছাড়াও শাখতারের বিপক্ষে নেই চোট আক্রান্ত দানি কারভাহাল ও এডেন হ্যাজার্ড।