জামাল ভূঁইয়ার পরিবারে শোকের পর শোক

ভারতের আই-লিগে খেলছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কলকাতা মোহামেডানের হয়ে তিন ম্যাচ খেলা হয়েছে এই মিডফিল্ডারের। দেশের বাইরে থাকা অবস্থায় একের পর এক দুঃসংবাদ শুনতে হচ্ছে তাকে। আগের দিন দাদি হামিদা খাতুন মারা গেছেন, আর আজ (বৃহস্পতিবার) সকালে সেই দাদির জানাজা পড়তে যাওয়ার পথে মারা গেছেন তার খালাতো ভাই আব্দুল আউয়াল।

জামালের পরিবারে শোকের মাতম। এক শোকের মাঝে সড়ক দুর্ঘটনা আরও বড় ধাক্কা লাগিয়েছে। বুধবার সন্ধ্যায় ১০০ বছর বয়সে মারা গেছেন জামালের দাদি হামিদা খাতুন। ময়মনসিংহের নান্দাইলে তার জানাজা পড়তে আসার সময় আজ সকালে মর্মান্তিত সড়ক দুর্ঘটনা প্রাণ কেড়ে নেয় ৫২ বছর বয়সী আব্দুল আউয়ালের। লরির ধাক্কায় অটো রিকশায় থাকা পরিবারের বাকি চার জন আহত হয়েছেন।

জামালের চাচাতো ভাই জুনায়েদ ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের পরিবারে একের পর এক শোক। দাদির পর এখন খালাতো ভাইকে হারাতে হয়েছে। জানাজা পড়তে এসে মাঝপথে নিজেই আউয়াল ভাই লাশ হয়ে গেলেন।’