ফিফা র‌্যাংকিং

বাংলাদেশ এগিয়েছে, আর্জেন্টিনা পিছিয়েছে, ব্রাজিল একই জায়গায়

নেপালের ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ। স্বাগতিক নেপালের কাছে ফাইনালে ২-১ গোলে হেরে ট্রফি জেতা হয়নি। তবে ফাইনাল হারলেও ফিফা র‌্যাংকিংয়ে ঠিকই উন্নতি হয়েছে বাংলাদেশের। দুই ধাপ এগিয়ে জামাল ভূঁইয়াদের র‌্যাংকিং এখন ১৮৪। অন্যদিকে নেপালের র‌্যাংকিংয়ে কোনও পরিবর্তন হয়নি। ১৭১-তে অবস্থান তাদের।

বাংলাদেশ দুই ধাপ এগোলেও পিছিয়েছে আর্জেন্টিনা। এবারের আন্তর্জাতিক বিরতিতে খেলা হয়নি আলবিসেলেস্তেদের, এরপরও তারা একধাপ পিছিয়েছে ইতালির উন্নতিতে। ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দারুণ পারফর্ম করে আজ্জুরিরা তিন ধাপ এগিয়ে উঠে এসেছে সাত নম্বরে। তাই আর্জেন্টিনা সাত থেকে নেমে গেছে আটে।

তবে নতুন র‌্যাংকিংয়ে কোনও পরিবর্তন হয়নি ব্রাজিলের। তারা আছে আগের তৃতীয় স্থানেই। শীর্ষস্থান ধরে রেখেছে যথারীতি বেলজিয়াম, আর দ্বিতীয় স্থানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

নেপালে ফাইনালের আগে বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছিল। প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল। আর পরের ম্যাচে নেপালের সঙ্গে করেছিল গোলশূন্য ড্র।

জামালদের র‌্যাংকিংয়ে উন্নতি দেখে খুশি কোচ জেমি ডে। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন র‌্যাংকিং ছিল ১৯৭। দলের উন্নতিতে আমি খুশি।’