পুলিশকে হারিয়ে দিলো বসুন্ধরা

আগের ম্যাচে ঐতিহ্যবাহী আবাহনীকে আটকে দিয়েছিল পুলিশ এফসি। বসুন্ধরা কিংসের বিপক্ষেও চমক দেখাতে যাচ্ছিল তারা। অন্তত প্রথমার্ধ পর্যন্ত তেমনই ইঙ্গিত ছিল। তবে শেষ পর্যন্ত রক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৪ মিনিটের ‘ঝড়ে’ পুলিশের রক্ষণ ভেঙে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বসুন্ধরা।

বসুন্ধরা আগে থেকেই শীর্ষে আছে। এই জয়ে অস্কার ব্রুজনের দলের অবস্থান সুসংহত হলো। প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচে ১৩তম জয়ে ৪০ পয়েন্ট নিয়ে আরও উঁচুতে তারা। সমান ম্যাচে সপ্তম হারে আগের ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে পুলিশ।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ ছিল গোলশূন্য। এই অর্ধে রবিনিয়োর পেনাল্টি ফিরিয়ে গোলকিপার হিমেল দলকে ম্যাচে রাখেন। বিরতির পর অবশ্য পুলিশের প্রতিরোধ ভেঙে যায়। ৫৮ মিনিটে রবিনিয়োর কর্নারে তৌহিদুল আলম সবুজ হেডে লক্ষ্যভেদ করেন। লিগে এটি তার চতুর্থ গোল।

৪ মিনিট পর ফের্নান্দেজের ফ্রি কিকে তপু বর্মণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে গিয়ে পুলিশ ম্যাচে ফেরার সুযোগ তৈরি করেছিল। কিন্তু হয়নি। ৮৭ মিনিয়ে কোয়াকুর ফ্রি কিক পোস্টে লেগে প্রতিহত হয়।

লিগের প্রথম পর্বে বসুন্ধরা ২-১ গোলে জিতেছিল পুলিশের বিপক্ষে।