রিয়ালকে বিদায় বলে দিয়েছেন জিদান!

ইঙ্গিতবহ বার্তাটা আগেই দিয়েছিলেন জিনেদিন জিদান। এবার বিশ্বাসযোগ্য খবরের আকারে সেটি প্রকাশ করছে স্প্যানিশ মিডিয়া। সেটি হলো মৌসুমে শেষেই রিয়াল মাদ্রিদ ছেড়ে যাচ্ছেন ফরাসি এই কোচ। এরই মধ্যে নাকি শিষ্যদের কাছে বিদায়ের বার্তাটি পৌঁছে দিয়েছেন তিনি!

শনিবার জিদান যে কথাটি বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে এমন কথা আগেও উচ্চারণ করেছিলেন। কিন্তু এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোপা দেল রেতে সেই জানুয়ারিতেই শেষ ৩২ এর খেলায় লজ্জাজনক হার দেখতে হয়েছিল রিয়ালকে। ‍প্রতিযোগিতার ১৯বারের চ্যাম্পিয়নকে তৃতীয় বিভাগের দল আলকোয়ানোর কাছে হেরে বিদায় নিতে হয়েছিল!

এর পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে সহজেই আত্মসমর্পণ করেছে চেলসির কাছে। বিবর্ণ মৌসুমে সর্বশেষ যোগ হয়েছে লা লিগা। লিগে এখনও বাকি দুটি ম্যাচ। শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে থাকলেও শিরোপা ভাগ্য তাদের হাতে নেই। রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে রিয়াল পয়েন্ট হারালে, একই দিনের আরেক ম্যাচে ওসাসুনার বিপক্ষে জিতলেই শিরোপা ঘরে তুলবে আতলেতিকো।

এমন পরিস্থিতিতে ওন্ডা সিরো রেডিও, গোল অনলাইন ও দ্য ফ্রেঞ্চম্যান বলছে, এরই মধ্যে খেলোয়াড়দের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন জিদান। অথচ তার চুক্তি রয়েছে ২০২২ সাল পর্যন্ত।  অবশ্য স্প্যানিশ মিডিয়ার দাবি, জিদান নাকি এক সপ্তাহ আগেই শিষ্যদের কাছ থেকে বিদায় নিয়েছেন। গোল বলেছে, ‘গত শনিবারই কোচ তার শিষ্যদের কাছে বিদায়ের বার্তাটি পৌঁছে দিয়েছেন।’

অপর দিকে রিয়ালের উত্তরসূরিও নাকি খোঁজা শুরু হয়ে গেছে। ওন্ডা সিরোর প্রতিবেদক বারগোস বলেছেন, জিদানের সম্ভাব্য উত্তরসূরির সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জুভেন্টাসের সাবেক কোচ অ্যালেগ্রি, রিয়ালের সাবেক খেলোয়াড় রাউল গঞ্জালেস ও ইওয়াখিম ল্যোভ। ল্যোভ ইউরোর শেষেই জার্মানির দায়িত্ব ছাড়তে যাচ্ছেন।