আর্জেন্টিনার বিপক্ষে ‘টানা আটের’ লক্ষ্য ব্রাজিলের

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে ব্রাজিল। কোনও কিছুই তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। একের পর এক জয়ে নিজেদের নিয়ে যাচ্ছে উঁচু থেকে আরও উঁচুতে। তবে সামনে সেলেসাওদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। মুখোমুখি হবে যে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার! যদিও দলটির উইঙ্গার এভারতন রিবেইরো জানিয়ে রাখলেন, জয় ছাড়া কিছু ভাবছেন না তারা।

আজ (শুক্রবার) বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। কঠিন লড়াইয়ে ১-০ গোলে পাওয়া জয়টা এসেছে এই এভারতন রিবেইরোর লক্ষ্যভেদ থেকেই। তাতে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা সাত ম্যাচ জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লক্ষ্যটা এবার ‘আটে আট’-এর। প্রতিপক্ষ আর্জেন্টিনার মতো শক্তিশালী দল হলেও রিবেইরোর আশা, তাদের জয়রথ ছুটবেই।

এবারের কোপা আমেরিকার ফাইনালে এই আর্জেন্টিনার কাছেই শিরোপা হারাতে হয়েছিল ব্রাজিলকে। ওই ম্যাচের পর আবারও দল দুটি মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সময় আগামী রবিবার দিবাগত রাত ১টায়। বিশ্বের অন্যতম সেরা দ্বৈরথের আগে রিবেইরো জানিয়ে রাখলেন, ‘টানা সাত ম্যাচ ঐতিহাসিক ব্যাপার। এখন আমরা সেটিকে আটে পরিণত করতে চাই।’

তার বার্তা স্পষ্ট, আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফাইনাল হারের প্রতিরোধ। যদিও কাজটি যে সহজ হবে না, সেটা জানা আছে ফ্লামেঙ্গো উইঙ্গারের। সেই কারণেই এটাও জানিয়ে রাখলেন, ‘(আর্জেন্টিনা) ম্যাচটি কঠিন হবে। এখন আমাদের বিশ্রাম প্রয়োজন, এরপর আবার শুরু হবে অনুশীলন। (কোচ) তিতে আমাদের সম্ভাব্য সেরাটা দিয়েই প্রস্তুত করবেন। আমাদের লক্ষ্য হলো- আমরা জিততে চাই।’