X
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২

মেসির ওপর অতিনির্ভরতা কমে গেছে আর্জেন্টিনার: স্ক্যালোনি

স্পোর্টস ডেস্ক
১০ জুন ২০২৫, ১২:৫৯আপডেট : ১০ জুন ২০২৫, ১২:৫৯

আর্জেন্টিনা দলকে লিওনেল মেসি ছাড়া ভাবাই যেত না। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর দলটি অবশ্য ভিন্নভাবে চলছে। কোচ লিওনেল স্ক্যালোনিও বলছেন, মেসির ওপর সেই অতিনির্ভরতা কমে গেছে আলবিসেলেস্তেদের। এখন আর মেসি না থাকলে লাইনআপে সেরকম বদল হয় না।  

বিশ্বকাপ বাছাইয়ে কাল বুধবার ভোর ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে কথা বলেছেন লিওনেল স্ক্যালোনি। তার মতে, ‘দলটা এখন এমন পর্যায়ে যেখানে লিওকে নিয়ে কিংবা ছাড়া একইভাবে খেলতে পারে। অথচ অতীতে বিষয়টা আরও জটিল ছিল। তখন কিছু খেলোয়াড় বদল করতে হতো।’

আর্জেন্টিনার হয়ে মেসির অভিষেক ২০০৫ সালে। তার পর থেকে ১৯২ ম্যাচে ১১২ গোল করেছেন তিনি। তার নেতৃত্বেই ২০২২ সালে বিশ্বকাপ খরা ঘুচিয়েছে দল। তাছাড়া ২০০৮ সালে ঘরে তুলেছে বেইজিং অলিম্পিক। তবে সময় যত গড়িয়েছে তাকে ছাড়া মানিয়ে নিয়েছে আর্জেন্টিনা। মার্চে ইনজুরির জন্য খেলতে পারেননি। কিন্তু তাকে ছাড়াই আর্জেন্টিনা উরুগুয়েকে ১-০ গোলে আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে। তখনই তারা মূল পর্ব নিশ্চিত করেছে। দীর্ঘ বিরতির পর এবারের বাছাই পর্বের ম্যাচে ফিরলেও খেলেছেন বদলি হয়ে। গত সপ্তাহে তারা ওই ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়েছে। তাই স্ক্যালোনি বলেছেন, ‘আগের মতো সেই প্রয়োজনটা (মেসি নির্ভরতা) এখন আর নেই। দল কিন্তু আগের মতোই কাজ করছে, এটা ভালো।’

আর্জেন্টিনা এরই মধ্যে মূল পর্ব নিশ্চিত করলেও বাছাইয়ে ষষ্ঠস্থানে রয়েছে কলম্বিয়া। সরাসরি জায়গা পেতে এটাই সর্বনিম্ন স্থান। এখন সাতে থাকা ভেনেজুয়েলা থেকে ব্যবধান বাড়াতে এই ম্যাচে ভালো করতে মরিয়া তারা। তাছাড়া গত সেপ্টেম্বরে সর্বশেষ বিশ্বকাপ বাছাইয়ে এই কলম্বিয়া আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে। কলম্বিয়াকে নিয়ে তাই সতর্ক স্ক্যালোনি, ‘দারুণ দল, খেলোয়াড়ও সব দারুণ। তাছাড়া তাদের খেলার ধরণও স্পষ্ট, যেটা সমস্যায় ফেলে দিতে পারে।’

তিনি ম্যাচ নিয়ে বলেছেন, ‘আমরা সেসব বিশ্লেষণ করেছি। ছেলেদের আমরা ওদের শক্তির জায়গা এবং কোথায় আমরা ফায়দা নিতে পারি সেসব দেখিয়েছি। ভালো একটা ম্যাচ হবে, বিশেষ করে দেশের মাঠে যেহেতু খেলছি, আমাদের দর্শকরাও নিজেদের ফুটবলারদের খেলা দেখতে পারবে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
টানা পঞ্চম ম্যাচে মেসির জোড়া গোল!
৪ ম্যাচে ৮ গোল, মেজর লিগ সকারে মেসির ইতিহাস
‘মেসি ফুটবল খেলে খুশি’
সর্বশেষ খবর
বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় এনবিআরের আরও ৬ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার আরও ১৫৭২
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেফতার আরও ১৫৭২
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্বোধন
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফিল্ম আর্কাইভে সপ্তাহব্যাপী প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্বোধন
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদর দফতর পরিদর্শন
এএফডব্লিউসি প্রশিক্ষণার্থীদের পুলিশ সদর দফতর পরিদর্শন
সর্বাধিক পঠিত
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
অতিরিক্ত মুনাফার প্রলোভন: লেনদেনে সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
শক্তিশালী হচ্ছে টাকা, তবু চড়া দামে কেন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর উচ্চতর গ্রেড পেতে বাধা নেই
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
সাকিবকে দলে ফেরানো নিয়ে যা বললেন বুলবুল
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার
পাকিস্তানে খিলাফত প্রতিষ্ঠার জিহাদে সক্রিয় বাংলাদেশি কয়েকজন, একজন গ্রেফতার