ব্রাজিল কিংবদন্তির শারীরিক অবস্থার উন্নতি

বৃহদান্ত্রের টিউমার অপসারণের পর সুস্থ হয়ে উঠছেন পেলে। ব্রাজিল কিংবদন্তি এতদিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার উন্নতি হওয়ায় দুয়েক দিনের মধ্যেই জেনারেল বেডে স্থানান্তর করা হবে তাকে।

তিনবারের বিশ্বকাপ জয়ী চিকিৎসাধীন আছেন সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাপসাতালে। সার্জারির পর তার শারীরিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন, মেয়ে কেলি নাসিমেন্তো। ইন্সটাগ্রামে পেলের মেয়ে বলেছেন, ‘সার্জারির পর তিনি সুস্থ হয়ে উঠছেন। এখন ব্যথা নেই, ভালো আছেন মানসিক ভাবেও। কয়েক দিনের মধ্যে তাকে জেনারেল বেডে স্থানান্তর করা হবে। তার পর বাড়ি..।’

৮০ বছর বয়সে সার্জারি হওয়ায় পেলের শারীরিক জটিলতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন ভক্ত-সমর্থকরা। কিন্তু তার মেয়ে জানিয়েছেন, ‘তিনি ভীষণ শক্ত মানসিকতার। আইনস্টাইন হাসপাতালের সুদক্ষ টিমের যত্ন, সহায়তা এবং বিশ্বব্যাপী সবাই যে ভালোবাসা জানাচ্ছে, তাতে তিনি এসব জটিলতা উতড়ে যাবেন।’

পেলে দীর্ঘদিন ধরে কোমরের নিচের অংশের জটিলতায় ভুগছিলেন। অবস্থা এমন ছিল, সাহায্য ছাড়া হাঁটতেই পারতেন না। তাই করোনার আগেই জনসম্মুখে আসা বন্ধ হয়ে যায় তার।