বাংলাদেশ দলে এবার ইংল্যান্ড প্রবাসী ফুটবলার

এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই পর্বে  অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই লক্ষ্যে শুক্রবার ৩৮ সদস্যের প্রাথমিক দল  ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ।  দলটিতে জায়গা হয়েছে  ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হকের।

আগামী ২৭ অক্টোবর কুয়েতে শুরু হবে বাছাইয়ের গ্রুপ পর্ব। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সৌদি আরব, উজবেকিস্তান ও স্বাগতিক কুয়েত। প্রতিযোগিতাকে সামনে রেখে আগামী রবিবার থেকে প্রস্তুতি শুরু হবে।

ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল ইপ্সউইচ টাউনের হয়ে খেলেন মিডফিল্ডার জুলকারনাইন। তার বাবা-মায়ের বাড়ি সিলেটে।  অনূর্ধ্ব ২৩ দলের  কোচ মারুফুল হক তার অন্তর্ভুক্তি নিয়ে বলেছেন, ‘সুযোগ পেতে হলে পরীক্ষায় পাস করতে হবে। তার সম্পর্কে আমার জানাশোনা নেই। তবে বিষয়টা এমন হবে না যে, সে এলো এবং আমি তাকে দলে নিয়ে নিলাম, খেলিয়ে দিলাম। প্রাথমিক দলে সে আছে। এখন ট্রায়াল হবে। সেখানে যদি সে ভালো করে, তাহলেই সুযোগ পাবে।'

প্রাথমিক দল:

পাপ্পু হোসেন, শান্ত কুমার রায়, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, মারাজ হোসেন, আবু সাইদ, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, সবুজ হোসেন, বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, ফাহিম মোর্শেদ, মোহাম্মদ আতিকুজ্জামান, আমির হাকিম বাপ্পী, জাফর ইকবাল, টুটুল হোসেন বাদশা, দিপক রায়, মোহাম্মদ হৃদয়, মানিক হোসেন মোল্লা, মনির আলম, জমির উদ্দিন, মোহাম্মদ জুয়েল, ইসা ফয়সাল, মিতুল মারমা, পাপন সিং, হাফিজুর রহমান তপু, মনির হোসেন, রুস্তম ইসলাম দুখু মিয়া, সাব্বির আহমেদ, গাজী এনামুল ইসলাম, মাহফুজ হাসান প্রিতম, নিহাদ জামান উচ্ছ্বাস, মাহমুদুল হাসান কিরণ ও ইউসুফ জুলকারনাইন হক।