সাবিনার হ্যাটট্রিকে হংকংকে গোল বন্যায় ভাসালো বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েরা ভালো করতে পারেনি। দুই ম্যাচে হজম করেছে ১০ গোল। শক্তিশালী হংকংয়ের বিপক্ষেও এমন ফল অনুমেয় মনে হচ্ছিল! কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শক্তিশালী হংকংকেই গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। ৫ গোলের চারটি এসেছে অধিনায়ক সাবিনা খাতুনের কাছ থেকে।

বাংলাদেশের এমন ফলাফল অবিশ্বাস্য মনে হওয়ার কারণ দুই দলের শক্তিমত্তার পার্থক্য ও র‌্যাঙ্কিং। ফিফা র‌্যাঙ্কিংয়ে হংকং অনেক ওপরে অবস্থান করছে, ৭৬তম স্থানে। আর বাংলাদেশের অবস্থান ১৩৭তম। অথচ মাঠের পারফরম্যান্সে এর ছাপ রাখতে পারেনি হংকং। 

উজবেকিস্তানের জার অ্যাকাডেমিতে অনুষ্ঠেয় ম্যাচে প্রথমার্ধেই বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচ ঘড়ির ১৮ মিনিটে তহুরা খাতুন দলকে এগিয়ে নেন। বিরতির দুই মিনিট আগে সাবিনা খাতুন ব্যবধান দ্বিগুণ করেন।

বিরতির পর বাংলাদেশ আরও আগ্রাসী ফুটবল খেলেছে। এই অর্ধে এসেছে তিনটি গোল। সাবিনা ৫৩, ৫৭ ও ৮৫ মিনিটে আরও তিনটি গোল করে দলকে বড় ব্যবধানে জয় পেতে সহায়তা করেছেন। এমন অবিশ্বাস্য জয় দিয়েই আগের হারের জ্বালা জুড়ালো সাবিনা-কৃষ্ণারা।