জাভির হাত ধরে এবার হোঁচট খেলো বার্সেলোনা

জাভি হেরনান্দেজের হাত ধরে লা লিগা শুরুতে কষ্টার্জিত জয় পেয়েছিল বার্সেলোনা। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি। পর্তুগিজ দল বেনফিকার সঙ্গে গোল শূন্য ড্র করে ম্যাচ শেষ করেছে। যদিও এর আগে প্রথম পর্বে প্রতিপক্ষের মাঠে ৩-০ গোলে হারতে হয়েছিল মেমফিস-দেম্বেলেদের।

ই গ্রুপে বার্সেলোনা ৫ ম্যাচে প্রথম ড্রতে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে। ড্রতে বরং তাদের নক আউট ওঠা কঠিন হয়ে পড়লো। সমান ম্যাচে বেনফিকা দ্বিতীয় ড্রতে ৫ পয়েন্ট পেয়েছে। বায়ার্ন মিউনিখ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে।

ন্যু ক্যাম্পে ম্যাচের অধিকাংশ সময় জুড়ে বার্সেলোনা দাপট দেখিয়েছে। বল দখলের সঙ্গে আক্রমণও হেনেছে অনেক। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাওয়া যায়নি। বেনফিকা মাঝেমধ্যে গোল করার চেষ্টা করেছে। কিন্তু তাদেরও গোল না পাওয়ার বেদনায় পুড়তে হয়েছে।

ম্যাচ শুরুর ৫ মিনিটে এগিয়ে যেতে পারতো বেনফিকা। ওতামেন্ডির সহায়তায় ইয়ারেমচুকের বা পায়ের শট গোলকিপার প্রতিহত করেন।

দুই মিনিট পর বার্সেলোনার আধিপত্য শুরু। নিকোলাস গন্জালেসের এসিস্টে ইউসুফ দেমেরিকের শট গোলকিপার প্রতিহত করেন। ১৩ মিনিটে আরাহোর শট পোস্টের বাইরে দিয়ে যায়। দুই মিনিট পর মেমফিস দিপাইয়ের প্রচেষ্টা পোস্টের অনেক ওপর দিয়ে গেলে কাতালান সমর্থকদের হতাশ করে। ২৭ মিনিটে জর্দি আলবার শট গোলকিপার রুখে দিলে গোলের দেখা পাওয়া হয়নি।

৪৩ মিনিটে বার্সেলোনার দুর্ভাগ্য আরও বাড়ে। সার্জিও বুসকেটসের সহায়তায় ইউসুফ দেমিরের বা পায়ের শট বারে লেগে গোল হয়নি! বিরতির পরও আক্রমণ অব্যাহত থাকে। ডি ইয়ং-দেম্বেলেরা কম চেষ্টা করেননি। কিন্তু গোল যে মিলেনি। জাভির চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক যে সুখকর হয়নি। নিজেদের মাঠ থেকে পয়েন্ট খোয়াতে হয়েছে।

অন্য ম্যাচে চেলসি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাসকে।