বার্সাকে ছুঁতে আর একটি ট্রফি চাই রিয়ালের

স্প্যানিশ সুপার কাপের কথা বললে রেকর্ড ১৩তম বার শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। এই রেকর্ডে ভাগ বসাতে রিয়াল মাদ্রিদও এখন আর দূরে নয়। অ্যাথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ১২তম সুপার কাপের শিরোপা ঘরে তুলেছে রিয়াল। 

কার্লো আনচেলত্তি রিয়ালে কোচ হয়ে এসেছেন দ্বিতীয়বার। নতুন দায়িত্বে তার প্রথম শিরোপা এনে দেওয়ার মূল কারিগর ছিলেন করিম বেনজিমা ও লুকা মদ্রিচ। অবশ্য দুর্দান্ত শুরুর পরও প্রথম গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল তাদের। রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম সুবর্ণ সুযোগটি এসে ১৮ মিনিটে। বেনজিমা প্রান্ত থেকে শট নিলে সেটি সেভ করেছেন উনাই সিমন। কাসেমিরোও চেষ্টা করেন ৯ মিনিট পর। লাভ হয়নি কোনও। অবশেষে ৩৮ মিনিটে অসাধারণ এক প্রচেষ্টায় ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল।

বক্সের কাছে তিন ডিফেন্ডারকে কাটিয়ে রদ্রিগো বল দেন মদ্রিচকে। তার পর গোলকিপারকে বোকা বানিয়ে স্কোর ১-০ করেন ক্রোয়েশীয় তারকা। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুন হয় পেনাল্টির কল্যাণে। ডি বক্সে বেনজিমার শট হাতে লাগে প্রতিপক্ষ ডিফেন্ডারের। পরে ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে জাল কাঁপাতে কোনও ভুল হয়নি বেনজিমার।

২-০ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচে ফেরার সুযোগ ছিল বিলবাওর। যারা গত আসরের ট্রফি জিতেছিল। কিন্তু সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি। ৮৬ মিনিটে তো পেনাল্টি থেকে গোলের সুযোগ মিস করে তারা! গোলমুখে হ্যান্ড বল করে বসেন মিলিতাও। ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর পাশাপাশি বল ব্লক করায় লাল কার্ড দেখান ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। অবশ্য এই পেনাল্টি রুখে দেওয়ার পেছনে রিয়াল গোলকিপার কুর্তোয়ার অবদান বেশি। বুদ্ধিদীপ্ত ভঙ্গিতে পা দিয়ে ঠেকিয়ে দিয়েছিলেন বল। শেষ পর্যন্ত রিয়াল ১০ জনে পরিণত হলেও শিরোপা উল্লাস করেই মাঠ ছেড়েছে।