মেসির ফেরার ম্যাচে রামোসের প্রথম গোল

নতুন বছরে লিওনেল মেসির ফেরার ম্যাচটা স্মরণীয় করে রাখলেন সের্হিয়ো রামোস। পিএসজির হয়ে প্রথম গোল করেছেন এই ডিফেন্ডার। তার মাইলফলকের দিনে লিগ ওয়ান ক্লাবটিও জিতেছে বড় ব্যবধানে। রেঁসকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)।

করোনায় মেসির সুস্থ হতে সময় লাগছিল বেশি। পিএসজিতে তার সর্বশেষ ম্যাচটি ছিল ২২ ডিসেম্বর। বিরতির পর গতকাল মাঠে নামলেও শুরুটা করতে হয়েছে বেঞ্চ থেকে। শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, মাউরো ইকার্দি ও আনহেল দি মারিয়ারা। শুরুতে এমবাপ্পে দুটি সুযোগ মিস করলেও অগ্রগামিতা এনে দিয়েছেন ভেরাত্তি। তাও আবার বিরতির কিছু আগে। শুরুর ৪০ মিনিট প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলে খেলেছে রেঁস।

প্রথম গোলের পর অবশ্য সব কিছু সহজ হয়ে যায় পিএসজির জন্য। ৬৩ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন রামোস। শুরুতে কর্নার থেকে দানিলো হেড করেছিলেন। গোলমুখে রেঁসের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল চলে আসে রোমোসের কাছে। শুরুতে স্প্যানিশ ডিফেন্ডারের শট গোলকিপার কোনও রকমে রুখে দিলেও ফিরতি বলে জাল কাঁপান রামোস। 

৬৪ মিনিটে মেসি বদলি হয়ে নামার পর প্রতিপক্ষের আত্মঘাতী গোলে স্কোরলাইন হয় ৩-০। দি মারিয়ার জায়গায় আর্জেন্টাইন ফরোয়ার্ড মাঠে নেমেছিলেন। মেসির দেওয়া পাস ধরে শট নিয়েছিলেন ভেরাত্তি। কিন্তু বল প্রতিপক্ষ খেলোয়াড় ফায়েসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ৭৬ মিনিটে পিএসজির স্কোর ৪-০ করে দেন দানিলো। যে গোলে বড় ভূমিকা ছিল এমবাপ্পের। তার অ্যাসিস্টেই জাল কাঁপান পর্তুগিজ মিডফিল্ডার।

এই জয়ে ১৩ ম্যাচ অপরাজিত পিএসজি। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থান শীর্ষেই।