জামালের মতো অধিনায়কই পছন্দ নতুন কোচের

বাংলাদেশ দলের নতুন কোচ হাভিয়ের কাবরেরা ক্লাব পরিদর্শনে ব্যস্ত। আজ (মঙ্গলবার) সাইফ স্পোর্টিংয়ের অনুশীলনে গিয়ে হাজির হন ৩৭ বছর বয়সী কোচ। সেখানে প্রথমবারের মতো দলের অনুশীলন ছাড়াও দেখা হয়েছে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে। নিজেদের মধ্যে আলোচনা সেরে নিয়েছেন তারা। জাতীয় দলের খেলোয়াড়দের কাছ থেকে কী চান, তা অধিনায়কের মাধ্যমে আগেভাগে জানিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ।

জামালের সঙ্গে আলোচনার পর এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যমের কাছে কাবরেরা বলেছেন, ‘সে খুব ভালো প্লেয়ার। সাইফ স্পোর্টিংয়ের প্রাণভোমরা। সামনে জাতীয় দলের পারফরম্যান্স উন্নত করতে তাকেও (জামাল) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

একজন অধিনায়কের মাঝে কী ধরনের গুণ প্রত্যাশা করেন, এমন প্রশ্নে কাবরেরা বললেন, ‘দলের জন্য অধিনায়ক খুবই গুরুত্বপূর্ণ। সে মূলত টেকনিক্যাল স্টাফ এবং প্লেয়ারদের মধ্যে সংযোগ সিঁড়ি হিসেবে কাজ করে থাকে। সে দলে এবং খেলোয়াড়দের মধ্যে উৎসাহ জোগায়। এ ধরনের গুণাবলির অধিনায়কই আমি প্রত্যাশা করি।’

জামালও শুরুতে বুঝতে চেষ্টা করছেন নতুন কোচকে। তাই তো বলেছেন, ‘ওর সঙ্গে আগেও (দুই ঘণ্টার) একটা মিটিং হয়েছে। ওর আইডিয়া শুনেছি। ও কী চায় সেটা বোঝার চেষ্টা করেছি। ওর ভিশনটা কী এবং সামনে ও কীভাবে কাজ করবে, সেসব নিয়েই মূলত কথা হয়েছে।’

ইংলিশ কোচ জেমি ডের অধীনে তিন বছর বাংলাদেশ খেলেছে। এবার স্প্যানিশ কোচের অধীনে নতুন মিশন শুরু হতে যাচ্ছে। স্বাভাবিকভাবে দুই কোচের কাজের ধরনে কিছুটা ভিন্নতা থাকবে। জামাল সেটাই যেন বলতে চাইলেন, ‘স্প্যানিশ কোচরা ইংলিশদের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকেন। ওরা পায়ে বেশিক্ষণ বল রাখতে চায়। বল পজেশন নিজেদের অধীনে রেখে খেলতে চায়। বল পজেশন এবং গোল স্কোরিংটাই মূল কথা। কারণ, আমরা কম গোল করি।’

সঙ্গে যোগ করেছেন, ‘আন্তোনিও কন্তে টটেনহামে আসার পর সবকিছু বদলে গেছে। সে (কাবরেরা) একই কাজ করতে পারে। সে কেন পারবে না?' 

দলের গোলখরা নিয়েও কাজ করবেন কাবরেরা। নতুন কোচের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন জামাল, ‘কাবরেরার সঙ্গে এখনও আমরা মাঠের অনুশীলন শুরু করিনি। ও তো স্প্যানিশ কোচ, ও অন্য স্প্যানিশ কোচদের মতোই। যেমন অস্কার কিংবা লেমসের মতো। ও নিজস্ব স্টাইলে খেলানোর চেষ্টা করবে। আমরা ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।’