হারও যখন মধুর হয়!

স্কোরলাইন সবসময় সত্যি কথা বলে না। ‘চিরন্তন সত্য’ কথাটা রিয়াল মাদ্রিদের বেলায় খুব খাটে। ৩-২ গোলের হার, তবু কী উল্লাস! হারের পরও বাধাভাঙা আনন্দ, খুশির বৃষ্টিধারায় তাদের ভিজে যাওয়া। কারণ চেলসির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ হারলেও দুই লেগ মিলিয়ে অগ্রগামিতায় জয় যে মাদ্রিদের ক্লাবটিরই হয়েছে। দলটির মিডফিল্ডার ‍লুকা মদরিচের কাছে তাই এটি ‘মধুর হার’।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ছিল স্টামফোর্ড ব্রিজে। চেলসির মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল রিয়াল। তবে হাল ছাড়েনি ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতের ফিরতি লেগে রিয়ালের মাঠে গিয়ে দেয় মরণকামড়। দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে এগিয়ে থেকে উল্টো রিয়ালকে কাঁদিয়ে উঠতে যাচ্ছিল শেষ চারে। কিন্তু আরেকবার ঘুরে দাঁড়ানোর নজির স্থাপন করে রিয়াল লিখেছে নতুন রূপকথা।

৮০ মিনিটে রোদ্রিগোর গোলে সমতায় ফিরে আশা ফেরায় লস ব্লাঙ্কোস। যে গোলটিতে এই ব্রাজিলিয়ানের যতটা অবদান, তার চেয়ে বেশি কৃতিত্ব পাবেন মদরিচ। ক্রোয়েট মিডফিল্ডারের পাসেই রক্ষা পায় রিয়াল। ওই পাস নিয়ে ফুটবল বিশ্ব প্রশংসার বানে ভাসাচ্ছেন মদরিচকে। কম্পাসে মাপা পাস বাড়িয়ে রোদ্রিগো দিয়ে করিয়েছেন অসাধারণ এক গোল।

এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে করিম বেনজেমার হেডে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়াল। স্কোরলাইন চেলসি ৩-২ রিয়াল হওয়ার পরও। হেরেও প্রথম লেগের স্কোরলাইনে শেষ চারে উঠে যায় তারা। ম্যাচ শেষে উচ্ছ্বসিত মদরিচ বলেছেন, ‘অবিশ্বাস্য। বার্নাব্যুতে অসাধারণ এক ম্যাচ এবং মধুর হার। আমাদের মধ্যে বিশ্বাস ছিল। চেলসি নিজেদের সবটা দিয়েছে, তবে আমরা বিশ্বাস রেখে লড়াই চালিয়ে গেছি।’

সেই বিশ্বাস থেকেই রিয়ালের ঘুরে দাঁড়ানো এবং ৩-০ গোলে পিছিয়ে থাকার পরও মিলিয়ে দিয়েছে সমীকরণ। যে সমীকরণে হারও মধুর লেগেছে মাদ্রিদের অভিজাতদের!