সাফল্য পেতে পরিশ্রমের বিকল্প নেই: জামাল ভূঁইয়া

এশিয়ান কাপ ফুটবল বাছাই সামনে রেখে আজ (মঙ্গলবার) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আপাতত ২০ ফুটবলার নিয়ে মাঠে নেমে পড়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। বসুন্ধরা কিংস অ্যারেনার শিষ্যদের নিয়ে প্রায় ঘণ্টাদুয়েক দৌড়-ঝাঁপ করেছেন। অনুশীলনের পর সংবাদমাধ্যমকে অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, সাফল্যের জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই।

অনুশীলনে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন উপস্থিত হলেও কোচ তাকে ‘সরি’ বলে বিদায় করে দিয়েছেন। যদিও জামাল বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি, ‘যারা আছে, তারা লিগে ভালো করেছে। তাদের নিয়েই কোচ প্রস্তুতি শুরু করেছেন। জীবনের ব্যাপারটা আমি আসলে জানি না। তাই এ ব্যাপারে কোনও মন্তব্য করবো না।’

জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারাটা আনন্দেরও। জামালের ভাষায়, ‘দীর্ঘদিন পর আমরা জাতীয় দলের হয়ে অনুশীলন করছি। ভিন্ন ভিন্ন ক্লাব থেকে সতীর্থরা এসেছে। তাদের সঙ্গে জাতীয় দলের হয়ে অনুশীলন করতে সবসময় ভালো লাগে।’

এশিয়ান কাপে বাংলাদেশ খেলবে বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে। তাদের বিপক্ষে ইতিবাচক ফল করতে হলে কঠোর পরিশ্রমের কোনও বিকল্প নেই বলে মনে করিয়ে জামাল বলেছেন, ‘সবাই সাফল্য চায়, কিন্তু সেটা পেতে হলে পুরো দলকে পারফর্ম করতে হয়। এশিয়ান কাপ বাছাই কঠিন হবে, অবশ্যই আমরা সাফল্য চাই, জানি সামনে কঠিন ম্যাচ আছে। সাফল্য পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে।’

এদিকে দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পেয়ে হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস আনন্দিত। নিজের অনূভুতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কোচকে ধন্যবাদ। আগেও বলেছি, দলে ফিরতে পেরেছি বলেই সন্তুষ্ট নই, দেশের হয়ে যখন আমি একাদশে খেলবো, সাফল্য নিয়ে আসবো, তখনই বলতে পারবো আমি সন্তুষ্ট।’