চোট পেয়ে ছিটকে গেলেন হেমন্ত

দীর্ঘদিন পর জাতীয় ফুটবল দলের ক্যাম্পে ডাক পেয়েছিলেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। কিন্তু দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। চার দিন অনুশীলন করতে না করতেই চোট পেয়েছেন আবার। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে ঊরুতে ব্যথা পাওয়ায় তিন সপ্তাহের জন্য মাঠে বাইরে থাকতে হচ্ছে। তাই এশিয়ান কাপ বাছাইপর্বের দলে থাকা হচ্ছে না শেখ রাসেলের এই মিডফিল্ডারের।

হেমন্ত গত বৃহস্পতিবার অনুশীলনে ঊরুতে চোট পান। এরপর শুক্রবার দলের সঙ্গে ক্যাম্পে থাকলেও অনুশীলন করতে পারেননি।

হেমন্তের চোট নিয়ে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন রবিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ঊরুতে আঘাত পেয়েছে সে। সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ লাগবে। তার বদলি হিসেবে আরেকজন খেলোয়াড় নিয়েছি। ’ হেমন্তের বদলে এলিট একাডেমির মিডফিল্ডার চন্দনকে ডাকা হয়েছে।