পুরোনোদের মতো নতুনদের কাছেও প্রত্যাশা জামাল ভূঁইয়ার

বেশি দিন হয়নি জামাল ভূঁইয়া সাইফ স্পোর্টিং থেকে অধিনায়কত্ব হারিয়েছেন। জাতীয় দলেও অধিনায়কত্ব থাকবে কিনা তার একটা গুঞ্জন ছিল। যদিও তা সত্য হয়নি। এশিয়ান কাপ বাছাইপর্বে জামালের হাতেই থাকছে লাল-সবুজ দলের নেতৃত্ব।

বাছাইপর্বে জামালের জন্য এবার চ্যালেঞ্জটা হচ্ছে পুরোনোদের সঙ্গে থাকছে কিছু নতুন খেলোয়াড়ও। সবচেয়ে বেশি ভাবাচ্ছে চোট। যে কারণে হাভিয়ের কাবরেরা ২৩ সদস্যের দল চূড়ান্ত করতে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছেন। ছিটকে গেছেন বসুন্ধরা কিংসের চার খেলোয়াড়।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়া অবশ্য নতুন-পুরোনো সবাইকে উদ্দেশ্য করেই নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন, ‘যারা দলে আছে, তাদেরকে অবশ্যই শতভাগ দিতে হবে। অনেক নতুন খেলোয়াড় আছে, যারা শতভাগের বেশি দেবে নিজেদের মান দেখানোর জন্য। অবশ্যই যাদের পাচ্ছি না, তাদের মিস করবো। কিন্তু যারা আছে কোচ তাদের দেখেছে, তাদেরও সামর্থ্য আছে।’

কাবরেরা জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি। এবার জামালরা সপ্তাহখানেকের বেশি কোচের অধীনে ছিলেন। কোচের সঙ্গে তাদের সমন্বয়টা ভালোই হচ্ছে বলে অধিনায়কের অভিমত, ‘শেষ দশটা দিন কেবল পুরনোদের জন্য নয়, নতুন খেলোয়াড়দের জন্য খুবই ভালো এবং ফলদায়ক ছিল। আমরা তার ধ্যান-ধারণা, কীভাবে খেলবো, কীভাবে প্রেসিং করবো; সেগুলো বুঝতে পেরেছি। এখন আমরা সামনের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’