‘আমরাও যে পারি, প্রমাণ করেছি’

মালয়েশিয়ার বিপক্ষে ফল কেমন হয়, তা নিয়ে চিন্তা ছিল বাংলাদেশের। তবে সাবিনা-কৃষ্ণারা পণ করেছিলেন, মাঠে নিজেদের সাধ্যমতো লড়াই করবেন। দেবেন শতভাগ। বৃহস্পতিবার ফিফা প্রীতি ম্যাচে সামর্থ্যের প্রমাণও দিয়েছে গোলাম রব্বানী ছোটনের দল। র‌্যাঙ্কিংয়ে ৬১ ধাপ এগিয়ে থাকা দলটিকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।

আজ (শুক্রবার) সকালে বাংলাদেশ দল বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করেছে। প্রস্তুতি নিচ্ছে আগামী রবিবারের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে। প্রথম ম্যাচের ফল নিয়ে সুখকর আলোচনাও চলেছে সমানতালে। তবে উইঙ্গার সানজিদা আক্তার সংবাদমাধ্যমের কাছে বলেছেন, বাংলাদেশের জয়ের কথা কল্পনাই করেনি অনেকে, ‘ম্যাচের আগের দিন বাফুফেতে অনেক সাংবাদিক এসেছিল। কয়েকজন বলাবলি করছিল আমরা মালয়েশিয়ার বিপক্ষে পারবো না। কেননা, ওরা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। এটা শুনে মনের মধ্যে তখনই জেদ তৈরি হয়। আমরাও যে পারি, সেটা দেখিয়ে দিতে চেয়েছি। ম্যাচে হয়েছেও তাই।’

টানা অনুশীলন ও কঠোর পরিশ্রমের কারণে বড় জয় এসেছে বলে মনে করেন সানজিদা, ‘এতদিন ধরে কঠোর পরিশ্রম করেছি, সবাই একসঙ্গে আছি। তাই নিজেদের প্রতি বিশ্বাস ছিল আমরা পারবোই। দ্বিতীয় ম্যাচে লক্ষ্য থাকবে আরও ভালো পারফরম্যান্স করার।’

৬ গোলের একটি করেছেন কৃষ্ণা রানী সরকার। যদিও শেষ চার ম্যাচ এই স্ট্রাইকার কোনও গোল-ই পাননি। তাই মালয়েশিয়ার বিপক্ষে গোলের জন্য ক্ষুধার্ত ছিলেন শুরু থেকে। বিরতির পর বাম প্রান্তে রিতু পর্ণার ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। গোলখরা মেটায় কৃষ্ণাও ভীষণ খুশি, ‘শেষ কয়েক ম্যাচে গোল করতে পারিনি। তাই গোলের জন্য অপেক্ষায় ছিলাম। এখন গোল করতে পেরে ভালো লাগছে। ওরা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। ভাবছিলাম কঠিন ম্যাচ হবে। তবে বিশ্বাস ছিল ম্যাচ জিতবো। তবে এত বড় ব্যবধানে জিতবো ভাবিনি।’