কম্বোডিয়া-নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা।

দুটি ম্যাচই হবে প্রতিপক্ষের মাঠে। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৭৪তম স্থানে থাকা কম্বোডিয়ার বিপক্ষে হবে প্রথম ম্যাচ। সেখান থেকে ফেরার পথে ১৭৬ নম্বরে থাকা নেপালের বিপক্ষে খেলবে লাল-সবুজ জার্সিধারীরা।

ভিডিও বার্তায় বিস্তারিত জানিয়েছেন টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদঅনলাইনে জাতীয় টিমস কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে ভিডিও বার্তায় টিমস কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলা হবে। প্রথমটি কম্বোডিয়ার বিপক্ষে। সেখান থেকে ফেরার পথে নেপালের বিপক্ষে আরও একটি  ম্যাচ হবে। আশা করছি, প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে জাতীয় দলের পারফরম্যান্স আরও ভালো হবে।’

ফিফা প্রীতি ম্যাচ সামনে রেখে ১৯২তম স্থানে থাকা বাংলাদেশ দলের আবাসিক অনুশীলন শুরু হবে ২৬ আগস্ট।