X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

অস্ট্রেলিয়া, লেবানন ম্যাচ ছাড়াও হামজা, দিয়াবাতেকে নিয়ে যা বললেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৭ মে ২০২৪, ১৯:৫৭

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচের একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৬ জুন, অন্যটি লেবাননের বিপক্ষে ১১ জুন কাতারের দোহায়। দুটি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ১ জুন থেকে। এর আগেই ৩০ মে হাভিয়ের কাবরেরা দল ঘোষণা করবেন। দুটি ম্যাচ নিয়ে আজ জাতীয় টিমস কমিটি সভা করেছে। সেখানে নিজেদের প্রত্যাশার কথা শুনিয়েছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এছাড়া হামজা চৌধুরী ও সুলেমানে দিয়াবাতের বিষয়েও আশার আলো জ্বালালেন এই কর্মকর্তা।

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় বিকাল পৌনে ৫টায় কিংস অ্যারেনায় ম্যাচটি হবে। এরপর কাতারের আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে সামনেই দুটি ম্যাচ রয়েছে,  ৬ ও ১১ জুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় প্রথম ম্যাচ হবে। কাতারে হবে লেবাননের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ৪ জুন দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়া ঢাকায় আসবে। খেলার পরই চলে যাবে। তাদের একটি দল এরইমধ্যে ঢাকায় ঘুরে গেছে। আরও একটি দল আসবে। তাদের চাহিদা অনুযায়ী সবকিছু করছি। সমন্বয় করে করা হচ্ছে।’ 

আগের ম্যাচগুলো পর্যালোচনা করছে টিমস কমিটি। কাজী নাবিল বলেছেন, ‘কুয়েতের ম্যাচ আমরা পর্যালোচনা করেছি। শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের এখন সামনে দুটি ম্যাচে ভালো করার সুযোগ আছে। যদিও অস্ট্রেলিয়া অনেক ভালো দল। এরইমধ্যে আমাদের দল সৌদি আরবে ক্যাম্প করেছে। লেবানন কিংবা ফিলিস্তিনের মতো দল এখন তেমন অপরিচিত নয়। যদি লেবাননের বিপক্ষে ইতিবাচক ফল করতে পারি তাহলে ভালো হবে। কোচকে সেভাবে বলা হয়েছে।'

হামজা চৌধুরী ও সুলেমানে দিয়াবাতের প্রসঙ্গও এলো। প্রশ্নের উত্তরে কাজী নাবিল বলেছেন, ‘হামজা যেদিন লন্ডন দূতাবাসে গিয়েছিল সেদিন একটা কাগজ কম ছিল। সিস্টেমে আপলোড করা যাচ্ছিল না। ভুল বোঝাবুঝি ছিল। এরপর ও চলে গিয়েছিল। এ নিয়ে হাইকমিশনারের সঙ্গে সরাসরি কথা হয়েছে আমার। হামজার মায়ের সঙ্গেও হাইকমিশনারের কথা হয়েছে। হামজা ছুটিতে গেছে। যখন ও সময় পাবে তখন আসবে। ঢাকাতে যে প্রক্রিয়া ফলো করতে হবে তা আমরা ফলোআপের মধ্যে রেখেছি। দিয়াবাতের বিষয়টিও আলোচনা করেছি। ভিন্ন বিষয়। আশা করছি সবকিছু দ্রুত এগিয়ে যাবে। ফেলে রাখার কিছু নেই।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
ইন্টার মিলানকে রুখে দিয়েছে রামোসদের মন্টেরি
আসন ফাঁকা ৫০ হাজার, জিতে চেলসি কোচ বললেন, ‘অদ্ভুত পরিবেশ’
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল