X
শনিবার, ০৩ মে ২০২৫
১৯ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়া, লেবানন ম্যাচ ছাড়াও হামজা, দিয়াবাতেকে নিয়ে যা বললেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৪, ১৯:৩৩আপডেট : ২৭ মে ২০২৪, ১৯:৫৭

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপে দুটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। দুটি ম্যাচের একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় ৬ জুন, অন্যটি লেবাননের বিপক্ষে ১১ জুন কাতারের দোহায়। দুটি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে ১ জুন থেকে। এর আগেই ৩০ মে হাভিয়ের কাবরেরা দল ঘোষণা করবেন। দুটি ম্যাচ নিয়ে আজ জাতীয় টিমস কমিটি সভা করেছে। সেখানে নিজেদের প্রত্যাশার কথা শুনিয়েছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। এছাড়া হামজা চৌধুরী ও সুলেমানে দিয়াবাতের বিষয়েও আশার আলো জ্বালালেন এই কর্মকর্তা।

বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় বিকাল পৌনে ৫টায় কিংস অ্যারেনায় ম্যাচটি হবে। এরপর কাতারের আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে ম্যাচ হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিশ্বকাপ বাছাইয়ে সামনেই দুটি ম্যাচ রয়েছে,  ৬ ও ১১ জুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকায় প্রথম ম্যাচ হবে। কাতারে হবে লেবাননের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। ৪ জুন দুপুর সাড়ে ১২টায় অস্ট্রেলিয়া ঢাকায় আসবে। খেলার পরই চলে যাবে। তাদের একটি দল এরইমধ্যে ঢাকায় ঘুরে গেছে। আরও একটি দল আসবে। তাদের চাহিদা অনুযায়ী সবকিছু করছি। সমন্বয় করে করা হচ্ছে।’ 

আগের ম্যাচগুলো পর্যালোচনা করছে টিমস কমিটি। কাজী নাবিল বলেছেন, ‘কুয়েতের ম্যাচ আমরা পর্যালোচনা করেছি। শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের এখন সামনে দুটি ম্যাচে ভালো করার সুযোগ আছে। যদিও অস্ট্রেলিয়া অনেক ভালো দল। এরইমধ্যে আমাদের দল সৌদি আরবে ক্যাম্প করেছে। লেবানন কিংবা ফিলিস্তিনের মতো দল এখন তেমন অপরিচিত নয়। যদি লেবাননের বিপক্ষে ইতিবাচক ফল করতে পারি তাহলে ভালো হবে। কোচকে সেভাবে বলা হয়েছে।'

হামজা চৌধুরী ও সুলেমানে দিয়াবাতের প্রসঙ্গও এলো। প্রশ্নের উত্তরে কাজী নাবিল বলেছেন, ‘হামজা যেদিন লন্ডন দূতাবাসে গিয়েছিল সেদিন একটা কাগজ কম ছিল। সিস্টেমে আপলোড করা যাচ্ছিল না। ভুল বোঝাবুঝি ছিল। এরপর ও চলে গিয়েছিল। এ নিয়ে হাইকমিশনারের সঙ্গে সরাসরি কথা হয়েছে আমার। হামজার মায়ের সঙ্গেও হাইকমিশনারের কথা হয়েছে। হামজা ছুটিতে গেছে। যখন ও সময় পাবে তখন আসবে। ঢাকাতে যে প্রক্রিয়া ফলো করতে হবে তা আমরা ফলোআপের মধ্যে রেখেছি। দিয়াবাতের বিষয়টিও আলোচনা করেছি। ভিন্ন বিষয়। আশা করছি সবকিছু দ্রুত এগিয়ে যাবে। ফেলে রাখার কিছু নেই।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিলের কোচ হওয়ার পথে আনচেলত্তি
মানসিক স্বাস্থ্যের জন্য ফুটবল থেকে দূরে থাকার সিদ্ধান্ত সাবেক ব্রাজিল কোচের 
রিয়ালে কোচ হয়ে ফিরছেন ক্লপ?
সর্বশেষ খবর
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
দাপট দেখিয়ে হায়দরাবাদকে হারালো গুজরাট
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয় আটক
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
রবিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি
নারায়ণগঞ্জে ব্যবসায়ীর বুকে-পেটে প্রকাশ্যে গুলি