নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে তিন পরিবর্তন

ফিফা র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা নেপালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে বিকাল পৌনে ছয়টায় মুখোমুখি হচ্ছে দুই দল। এই ম্যাচে বাংলাদেশ দল তিনটি পরিবর্তন করে খেলতে নামছে।

গত ২২ আগস্ট কম্বোডিয়ার বিপক্ষে খেলেছিলেন কাজী তারিক রায়হান, আতিকুর রহমান ফাহাদ ও সুমন রেজা। আজ নেপালের বিপক্ষে শুরুর একাদশে তাদের জায়গায় হয়নি। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা তাদের জায়গায় রিমন হোসেন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাজ্জাদ হোসেনকে সুযোগ দিতে যাচ্ছেন। এর মধ্যে হেমন্ত তো দীর্ঘ ৫ বছর পর আবারও খেলার সুযোগ পেয়েছেন।

এছাড়া বাকি আটজন আগের ম্যাচে শুরু থেকে খেলেছিলেন। কাবরেরা আজও সম্ভাব্য ৪-১-৪-১ ছকে দলকে খেলাতে পারেন।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান, রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মতিন মিয়া, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাকিব হোসেন, সাজ্জাদ হোসেন ও রিমন হোসেন।