X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মেয়েরা যথেষ্ট ভালো খেলেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২৩, ২০:৪৩আপডেট : ১৩ জুলাই ২০২৩, ২১:০০

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের গ্যালারিতে বসে সাবেক শিষ্যদের খেলা দেখেছেন গোলাম রব্বানী ছোটন। শেষ মুহূর্তে গোল হজম করে নেপালের বিপক্ষে ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ায় ছোটন হয়তো কিছুটা হতাশ হয়েছেন। তবে তার জায়গায় হেড কোচ হয়ে ডাগআউটে দায়িত্ব পালন করা মাহবুবুর রহমান লিটুর কাছ থেকে ম্যাচ শেষে প্রশংসা পেয়েছেন সাবিনা-সানজিদা-মনিকারা।

ম্যাচঘড়ির ৬৫ মিনিটে সাবিনার দারুণ এক গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তবে শেষ দিকে নেপাল আক্রমণে তেজ বাড়িয়ে সমতায় ফেরে। দলের বড় তারকা সাবিত্রা ভাণ্ডারি লক্ষ্যভেদ করে স্বাগতিকদের জিততে দেননি।

তবে প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে এসে ড্র করে মাঠ ছাড়াটাকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন লিটু। তিনি বলেন, ‘গোলাম রব্বানী ছোটন-পল স্মলি সবসময় দলের সঙ্গে থাকতেন। আজ নেই। কয়েক জন খেলোয়াড়ও নেই। ম্যাচটাকে তাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। ম্যাচের আগে মাশুরা-কৃষ্ণাকে চোটের কারণে অনুশীলনে ঠিকমতো পাইনি। তার ওপর ওরা ১০ মাস ধরে খেলায় ছিল না। আমি মনে করি ম্যাচে ওরা যথেষ্ট ভালো খেলেছে। আমার প্রথম অ্যাসাইনমেন্ট, মেয়েরা ভালো খেলেছে।’

নারী ফুটবলে নানারকম টানাপোড়েন চলছে। এরমধ্যে দলকে এক সুতোয় বাঁধতে চেয়েছেন লিটু, ‘এই মুহূর্তে নারী দলে ক্রাইসিস চলছে। ওরা যথেষ্ট ভালো খেলেছে। ম্যাচের আগে মোরালি ডাউন (মানসিকভাবে নিস্তেজ) ছিল। চেষ্টা করেছি এক সুতোয় বাঁধতে। আমার মনে হয় মেয়েরা ৯০ ভাগ ভালো খেলেছে।’

কোচ ছোটনকে ডাগআউটে মিস করেছেন লিটু। তাই আবেগতাড়িত হয়ে বললেন, ‘ব্যক্তিগতভাবে ছোটনের সঙ্গে আমার ভালো সম্পর্ক। একসঙ্গে খেলাধুলা করেছি। কোচ হিসেবে তাকে মিস করেছি। ম্যাচের আগে ওর সঙ্গে যোগাযোগ করেছি। কী কারণে ও আমার ফোন ধরেনি বুঝতে পারছি না।’

ম্যাচে গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েও সাবিনা লক্ষ্যভেদ করতে পারেননি। লিটুর দৃষ্টিতে সেটা হতে পারতো ম্যাচের টার্নিং পয়েন্ট। তিনি এ ব্যাপারে বলেন, ‘সাবিনার ওই গোল হয়ে গেলে ম্যাচটা ওখানেই শেষ হয়ে যায়। মিসটা আসলে লেখা ছিল। দুর্ভাগ্য! আসলে মনোযোগ থাকলেও শেষ দিকে কিছুটা ক্লান্তি ছিল। দলে আফঈদা-রিপা নতুন। তাদের আরও সুযোগ দিলে ভালো খেলবে। পরের ম্যাচ জিততে চাই।’

নেপালের কোচ অনন্ত তামাংয়ের দৃষ্টিতে আজকের চেয়ে কাঠমান্ডুতে বাংলাদেশ ভালো খেলেছিল। সংবাদ সম্মেলনে এসে কোচ বলেছেন, ‘আজকের চেয়ে দল সাফে ভালো খেলেছিল। শুনেছি বাংলাদেশের আগের দলের কয়েক জন বর্তমান দলে নেই। তবে খারাপ করেনি। আমাদের দল লড়াই করেছে। প্রস্তুতিটা খারাপ হয়নি। পরের ম্যাচ জিততে যাই।’

/টিএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রেফারির সঙ্গে কথা বলার অনুমতি পাবেন কেবল অধিনায়ক
কাতার আমিরের বাংলাদেশ ও নেপাল সফরঅভিবাসী কর্মীদের সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া উচিত
ইউরোপে মানবপাচারের নতুন রুট নেপাল
সর্বশেষ খবর
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
হীরামান্ডি: নিন্দার মুখে শারমিন, পাশে দাঁড়ালেন রিচা
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প