শেষ ষোলোতেই মুখোমুখি লিভারপুল-রিয়াল মাদ্রিদ

নিয়তি বার বারই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে তাদের। তাতে বরাবরই মাদ্রিদের অভিজাতদের আধিপত্য দেখা গেছে। গতবার তো লিভারপুলকে ১-০ গোলে হারিয়েই চ্যাম্পিয়ন লিগের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। দুই ফাইনালিস্টের এবার দেখা হয়ে যাচ্ছে শেষ ষোলোতেই। 

৬ মৌসুমে মোট ৪বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে দুই আসরেই ফাইনালের মঞ্চে ২০১৭-১৮ এবং ২০২১-২০২২ মৌসুমে। ‍তাতে শেষ হাসি ছিল রিয়াল মাদ্রিদের। ২০২০-২১ মৌসুমে তো কোয়ার্টার ফাইনালেই লিভারপুলকে বিদায় দিয়েছে।  

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। লাইন আপ শেষে দেখা যাচ্ছে, প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আরবি লাইপজিগ। টটেনহামের প্রতিপক্ষ ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। চেলসি আবার জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলবে।

শেষ ষোলোর প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৪-১৫ ও ২১-২২ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ ৭-৮ ও ১৪-১৫ মার্চ।

শেষ ষোলোর লাইনআপ:

আরবি লাইপজিগ-ম্যানচেস্টার সিটি

ক্লাব ব্রুজ-বেনফিকা

লিভারপুল-রিয়াল মাদ্রিদ

এসি মিলান-টটেনহাম

ফ্রাঙ্কফুর্ট-নাপোলি

বরুশিয়া ডর্টমুন্ড-চেলসি

ইন্টার মিলান-পোর্তো

প্যারিস সেন্ত জার্মেই-বায়ার্ন মিউনিখ