বড় দুর্ঘটনা থেকে বাঁচলো মোহামেডানের খেলোয়াড়রা

ফেডারেশন কাপ ফুটবলে অংশ নিতে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিংয়ের খেলোয়াড়রা এখন গোপালগঞ্জ৷ তবে যাতায়াতের অভিজ্ঞতাটা মোটেও সুখকর হয়নি তাদের। খেলোয়াড়রা অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

ঘটনাটা ঘটেছে পদ্মা সেতু পার হওয়ার পর সময়। খেলোয়াড়দের বহনকারী মোহামেডানের নিজস্ব বাসের সামনের চাকা হঠাতই বিকট শব্দে ফেটে যায়। এসময় আতঙ্ক দেখা দিলেও ভাগ্যভালো যে চালক ঠিকমতো গাড়ী নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন। পরবর্তীতে চাকা বদল করে নির্দিষ্ট গন্তব্যে নিরাপদে পৌঁছায় সাদা কালো দলটি।

মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক গোপালগঞ্জ থেকে বলেছেন, ‘পদ্মা সেতু হয়ে ভাঙা অতিক্রম করার পর টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়েছে। আল্লাহর রহমতে কোনও দুর্ঘটনা ঘটেনি। চাকা বদল করে কিছুক্ষণ পর ফুটবলাররা গন্তব্যে পৌঁছেছে।’

দলটির ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব বলেছেন, ‘দুপুরে এই বিপত্তি দেখা দেয়। গোপালগঞ্জ থেকে তখনও বেশ কিছু মাইল দূরে ছিলাম আমরা। বড় কোনও সমস্যা হয়নি।’

কাল ফেডারেশন কাপে শেখ জামালের বিপক্ষে লড়বে মোহামেডান।