ভূমিকম্পের পর তুর্কি লিগ থেকে নাম প্রত্যাহার করেছে হাতাইস্পোর

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুর্কি ক্লাব হাতাইস্পোর কঠিন পরিস্থিতির সম্মুখীন। সাম্প্রতিক ঘটনাগুলো তারই ইঙ্গিত দিচ্ছে। দলটির ঘানাইয়ান ফুটবলার ক্রিস্তিয়ান আতসুকে প্রথমে জীবিত উদ্ধারের কথা বলা হলেও তাকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ রয়েছেন ক্লাবটির স্পোর্টস ডিরেক্টর তানের সাভুতও! এই অবস্থায় তুর্কি সুপার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে হাতাইস্পোর।

সংবাদ মাধ্যমে ক্লাবটির বর্তমান অবস্থান তুলে ধরেছেন তুর্কি ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থার প্রধান আলি কোস। তুরস্ক ফুটবল ফেডারেশন সভাপতি মাহমেত বুয়ুকেকসিকে সঙ্গে নিয়ে কোস বলেছেন, ‘হাতাইস্পোর আমাদের কাছে একটি চিঠি দিয়েছে। তারা জানিয়েছে, এই মৌসুমে কোনও ম্যাচ খেলতে পারবে না।’

একই পরিস্থিতির সামনে গাজিয়ানতেপ এফকে। কারণ ভূমিকম্প উপকেন্দ্রের খুব কাছেই গাজিয়ানতেপ প্রদেশ। ফলে মারাত্মকভাকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই অঞ্চলও। এ প্রসঙ্গে কোস আরও বলেছেন, ‘যদি গাজিয়ানতেপও লিগ থেকে সরে দাঁড়াতে চায় তাহলে আমাদের ১৭ দল নিয়ে লিগ চালিয়ে যাওয়ার পরিকল্পনা।’

তুরস্কের শীর্ষ ফুটবল লিগে হাতাইস্পোর ১৪তম স্থানে আছে। গাজিয়ানতেপ আছে দশম স্থানে।

অবশ্য ভূমিকম্পের কারণে লিগ শুরুর তারিখও পিছিয়েছে। আশা করা হচ্ছে আগামী ৩ মার্চ সেটি শুরু হবে।