আল নাসরে প্রতি মিনিটে রোনালদোর আয় কত?

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তিবদ্ধ অবস্থায় তাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরিণতি হয় বিচ্ছেদে। ক্লাব পরিচয় ছাড়াই কাতার বিশ্বকাপে খেলেছেন পর্তুগাল অধিনায়ক। ডিসেম্বরের শেষ দিকে সবাইকে বিস্মিত করে রেকর্ড বার্ষিক বেতনে সৌদি আরবের অখ্যাত ক্লাব আল নাসরে যোগ দেন ৩৮ বছর বয়সী তারকা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রতি বছর রোনালদোর বেতন ধরা হয়েছে ২০ কোটি মার্কিন ডলার। দুই মৌসুমে বছরে এই বিশাল অঙ্কের অর্থ উপার্জন করবেন তিনি।

যদি এই অঙ্ক দিন-সময়ের হিসাবে করা যায়, তাহলে সিআরসেভেন প্রতি ২৪ ঘণ্টায় পাবেন ৫ লাখ ৪৮ হাজার ডলার করে। আর প্রতি ৬০ মিনিটে তার আয় ২২ হাজার ৮৩৩ ডলার। 

এমনকি ঘুমিয়ে থাকলেও তার উপার্জন থেমে থাকবে না। কারণ প্রতি মিনিটে রোনালদোর পকেটে ঢুকছে ৩৮০ ডলার করে, সেকেন্ডে ৬.৩৪ ডলার।