ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় কোনটা, জানালেন রোনালদো

দুই দশকের ফুটবল ক্যারিয়ার। কত সম্মান আর অর্জন তার ঝুলিতে। কারও চোখে তিনিই বিশ্বের সেরা ফুটবলার। কিন্তু সবাইকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, তিনিও এড়াতে পারেননি। ক্রিস্টিয়ানো রোনালদো স্পোর্ট টিভি প্লাস-এর মাধ্যমে জানালেন, তিনিও ক্যারিয়ারের কঠিন সময় পার করে এসেছেন।

সেই সময়টা রোনালদো পার করেছেন, খুব বেশিদিন হয়নি। গত বছরের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের কড়া সমালোচনা করেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। পরিণতিতে মৌসুমের মাঝপথে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ম্যানচেস্টার ক্লাব। ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় অধ্যায় এতটাই দুঃসহ লেগেছে যে তাদের সমালোচনা করতে দ্বিতীয়বার ভাবেননি পর্তুগিজ তারকা।

চলতি মৌসুমে ম্যানইউর সঙ্গে চুক্তি ছিন্ন হওয়ার আগে রোনালদো মাত্র ১০ লিগ ম্যাচে খেলেছেন, যার মধ্যে শুরুর একাদশে ছিলেন কেবল চারটিতে। রোনালদো এক সাক্ষাৎকারে বললেন, ‘আপনার পাশে কে আছে, সেটা দেখতে আপনাকে মাঝেমধ্যে কিছু বিষয়ের মধ্যে দিয়ে যেতে হয়। কঠিন পর্যায়ে আপনি দেখতে পাবেন কে আপনার পাশে আছে। আমার বলতে সমস্যা নেই, একটি খারাপ সময় ছিল সেটা। কিন্তু অনুশোচনার কোনও সময় নেই।’

সিআরসেভেন এখন আরও পরিণত, ‘ভালো করুন বা না করুন, জীবন চলে যায়। এটা ছিল আমার বেড়ে ওঠার একটা অংশ। আপনি যখন পাহাড়ের চূড়ায়, তখন নিচে কী দেখতে পাবেন না আপনি। এখন আমি আরও বেশি প্রস্তুত এবং ওই শিক্ষা ছিল গুরুত্বপূর্ণ। কারণ আমি কখনও এমন কিছুর মধ্যে দিয়ে যাইনি, যেটা গত কয়েক মাসে হয়েছে। এখন আমি আগের চেয়ে ভালো মানুষ।’

আল নাসরে আড়াই বছরের চুক্তি করেছেন রোনালদো। সেখানে আট ম্যাচ খেলে করেছেন ৯ গোল। এবার তিনি ইউরোপ মিশনে অংশ নিতে পর্তুগাল দলে। নতুন কোচ রবার্তো মার্তিনেজ তাকে দলে রেখেছেন। লিখটেনস্টেইন ও লুক্সেমবার্গের বিপক্ষে ইউরো বাছাইয়ের ম্যাচে এবার রোনালদোর জ্বলে ওঠার পালা।