তরুণদের সুযোগ দেওয়া ছিল গুরুত্বপূর্ণ: ব্রাজিলের কোচ

নেইমার ইনজুরিতে বাদ। রাফিনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারায়েস ও রাফিনহার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দেশে রেখে এসেছিলেন অন্তর্বর্তীকালীন কোচ রামোন মেনেজেস। টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে অনভিজ্ঞ একটি দল নিয়ে মাঠে নেমে যা হওয়ার তাই হলো। বিশ্বকাপের সেমিফাইনাল খেলে চাঙ্গা মনোবল নিয়ে মরক্কো তাদের হারিয়ে দিলো।

২-১ গোলে শনিবার ব্রাজিলের বিপক্ষে প্রথমবার জিতেছে মরক্কো। আরব আফ্রিকান দেশটির জন্য নিঃসন্দেহে এটি বড় অর্জন। অবশ্য ব্রাজিলের হারের পেছনে তাদের কম শক্তির দল অন্যতম কারণ। ১৮ বছরের ভিতর রকি ও আন্দ্রে সান্তোসকে অভিষিক্ত করেন। ১৯ বছর বয়সী আর্থার, ২২ বছর বয়সী ইউরি আলবার্তোর মতো খেলোয়াড়দের মাঠে নামান। রনি ও রাফায়েল ভেইগাও প্রথমবার জাতীয় দলের জার্সি পরেন।

শনিবার পরাজয়ের কারণে অনুতপ্ত মেনেজেস। কিন্তু তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে পেরে সন্তুষ্ট তিনি, ‘দারুণ একটি সপ্তাহ ছিল, আমি খেলোয়াড়দের সঙ্গে সেটা বলেছিলাম। অবশ্যই এই ফল আমরা প্রত্যাশা করিনি, বিশেষ করে ব্রাজিলিয়ান দল বলে কথা। কিন্তু আমরা একটি দারুণ দলের বিপক্ষে খেললাম এবং কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ।’

আগামী জুনের আগে ব্রাজিলের আর কোনও খেলা নেই। সিবিএফ-এর আশা ততদিনে নতুন কোচ পেয়ে যাবে সেলেসাওরা।