নতুন কোচের নিয়োগ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি ব্রাজিল। তবে সর্বশেষ তথ্যে আশা প্রকাশ করেছে, আগামী সপ্তাহের শেষ নাগাদ নতুন কোচের নাম তারা ঘোষণা করতে পারে।
মার্চের ২৮ তারিখ কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্তের পর নতুন কোচ খুঁজছে ব্রাজিল ফুটবল ফেডারেশন তথা সিবিএফ।
সিবিএফের ন্যাশনাল টিম ডিরেক্টর রদ্রিগো কায়েতানো স্পোর্টভিকে বলেছেন, ‘আমরা জানি ব্রাজিল জাতীয় দলের কোচ নির্বাচন জাতীয় গুরুত্বের বিষয় এবং এর সাথে বিশাল দায়িত্ব জড়িত। আমরা আশা করছি সর্বোচ্চ আগামী সপ্তাহের শেষ নাগাদ সিদ্ধান্ত নিতে পারবো।’
একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, কার্লো আনচেলত্তির বিদায় নেওয়ার ক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে অসন্তুষ্ট ছিল রিয়াল মাদ্রিদ। যে কারণে ব্রাজিলের কোচ হিসেবে তার যোগ দেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। তবে লা লিগার শিরোপা লড়াইয়ে মাদ্রিদের ভবিষ্যৎ নিশ্চিত না হওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার সময় বাড়ানোর চিন্তা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।
সিবিএফ চায় আগামী ২৬ মের মধ্যে নতুন কোচ নিয়োগ দিতে। যেহেতু জুন মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের দল ঘোষণা করা হবে।
জানা গেছে, ব্রাজিল সাবেক ফ্ল্যামেঙ্গো কোচ হোর্হে জেসুসকেও বিকল্প হিসেবে বিবেচনা করছে।
৭০ বছর বয়সী জেসুস ৩ মে সৌদি প্রো লিগ ক্লাব আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন।
দরিভালের উত্তরসূরি হিসেবে কে আসছেন—এমন প্রশ্নে কায়েতানো বলেছেন, ‘নির্দিষ্ট কোনও নাম নিয়ে কথা বলা খুব কঠিন, কারণ সেটি নতুন কোচের সঙ্গে আলোচনার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। আমরা আশা করছি, আগামী সপ্তাহের মধ্যে আলোচনা এগিয়ে যাবে।’