ব্রাজিলের কাছ থেকে প্রস্তাব পাননি এনরিকে

ব্রাজিলের সম্ভাব্য কোচ নিয়ে গুঞ্জনের শেষ নেই। কার্লো আনচেলত্তিকে নিয়ে একটা গুঞ্জন অনেক দিন ধরেই চলমান। নতুন করে তাতে যোগ হয়েছে সাবেক স্প্যানিশ কোচ লুইস এনরিকের নাম। তবে ৫২ বছর বয়সী উড়িয়ে দিয়েছেন সেসব তথ্য। তিনি জানিয়েছেন, ব্রাজিলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর স্পেনের চাকরি ছেড়ে কোনও দায়িত্বে নেই এনরিকে। ব্রাজিলের কোচ হওয়া নিয়ে প্রশ্ন উঠলে তিনি কাদেনা সার রেডিওকে বলেছেন, ‘ব্রাজিলের পক্ষ থেকে কেউ যোগাযোগ করেনি। তবে আমার মনে হয় না ব্রাজিলের মতো দলকে কোচিং করানোর মতো ভারি প্রোফাইল আমার আছে।’

নতুন করে জাতীয় দলের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে তার কথা, ‘বিভিন্ন জাতীয় দল থেকে প্রস্তাব এসেছে। তবে কোনও ক্লাব থেকে নয়। এটার সম্ভাবনা উড়িয়ে দিতে চাই না। এক্ষেত্রে খুব বেশি শক্তিশালী জাতীয় দল হলেই আমার পক্ষে সেটা গ্রহণ করা সম্ভব।’

এনরিকে জাতীয় দলে কোচিংয়ের কথা বললেও সার্বিকভাবে ক্লাব কোচিংয়েই তার মূল আগ্রহ। সেটা গোপনও করেননি। আর সবচেয়ে বড় দুর্বলতা ইংলিশ প্রিমিয়ার লিগ। এনরিকে তাই ইংল্যান্ডে কাজ করতেই বেশি আগ্রহী, ‘আমি ইংলিশ প্রিমিয়ার লিগের সব কিছু অনুসরণ করি। কারণ আমি ইংল্যান্ডে কাজ করতে চাই। সেক্ষেত্রে যেকোনও ক্লাব হলে হবে না। যারা গুরুত্বপূর্ণ কিছু করে দেখাতে পারে তেমন কোথাও। তবে এটাও মনে রাখতে হবে সেখানে খুব বেশি উচ্চাশা করার মতো কিছু নেই। কারণ অনেক প্রতিদ্বন্দ্বী।’