ব্রাজিলিয়ানের গোলে ফের আগের ব্যবধানে শীর্ষে আর্সেনাল

আগের ম্যাচে লিভারপুলকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্টের ব্যবধান পাঁচে নামিয়েছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়াার লিগের শীর্ষ দল আর্সেনাল পরের ম্যাচে তাদের দাঁতভাঙা জবাব দিলো। একই স্কোরে শনিবার লিডস ইউনাইটেডকে হারালো তারা।

অবনমনের শঙ্কায় থাকা দলকে একহালি গোল দিয়েছে আর্সেনাল, যার মধ্যে দুটিই গ্যাব্রিয়েল জেসুসের। ছয় মাসে প্রথমবার লিগ গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা।

গত মাসে হাঁটুর চোট থেকে ফেরার পর এটাই ছিল জেসুসের প্রথম লিগ ম্যাচ। বক্সের মধ্যে লিউক আইলিংয়ের ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে ৩৫তম মিনিটে গোল করেন তিনি।

বেন হোয়াইট ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লির অ্যাসিস্ট থেকে। গত মৌসুমে ম্যানসিটি থেকে এমিরেটস স্টেডিয়ামে আসা জেসুস ৫৫তম মিনিটে খুব কাছ থেকে গোল করেন, বানিয়ে দেন লিয়ান্দ্রো ট্রসার্ড।

আর্সেনালকে গোল শোধ দিয়েছিল লিডস। ৭৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের ডিফ্লেক্টেড শট জালে জড়ায়। তবে গ্রানিত জাকার হেডে ৪-১ গোলের জয়ে তিন পয়েন্ট সুনিশ্চিত হয়।

এই জয়ে আবার ম্যানসিটির সঙ্গে ব্যবধান ৮ পয়েন্টে বাড়ালো আর্সেনাল। লিগে টানা সপ্তম জয়ে ২৯ ম্যাচে ৭২ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে সিটির অর্জন ৬৪ পয়েন্ট, লন্ডন ক্লাবের বিপক্ষে ঘরের মাঠে তাদের একটি ম্যাচ এখনও বাকি।