সেন্ট জেমস পার্কে ১০ জনের চেলসিকে ২-০ গোলে হারালো নিউক্যাসেল ইউনাইটেড। রবিবার এই জয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পাওয়ার দৌড়ে বড় ধাপ ফেললো তারা।
ইংলিশ প্রিমিয়ার লিগে দুই ম্যাচ হাতে রেখে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠেছে নিউক্যাসেল। তিন পয়েন্ট পেছনে থেকে পঞ্চম স্থানে চেলসি। এবার ইংল্যান্ড থেকে পাঁচ দল খেলবে পরের শীর্ষ ইউরোপিয়ান প্রতিযোগিতায়। তাতে ব্লুরা আপাতত নিরাপদ অবস্থানে আছে। যদিও অ্যাস্টন ভিলা সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে। এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পেছনে থাকা নটিংহাম ফরেস্ট তাদের স্থানচ্যুত করে দিতে পারে।
দ্বিতীয় মিনিটে সান্দ্রো টোনালি দূরের পোস্ট থেকে জাল কাঁপান। তাকে গোল বানিয়ে দেন জ্যাকব মার্ফি।
নিউক্যাসেলের কাজ সহজ হয়ে যায় চেলসির নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখলে। প্রাথমিকভাবে হলুদ কার্ড তাকে দেওয়া হলেও ভিএআরে তার শাস্তি বাড়ে। নিউক্যাসেলের ড্যান বার্নের মুখে কনুইয়ের গুঁতো দেন তিনি।
৩৫ মিনিটে ১০ জনের দল হলেও চেলসি দ্বিতীয়ার্ধে দাপট দেখায়। তাদের আক্রমণ ঠেকাতে স্বাগতিক দলের কোচ এডি হাউই রক্ষণ শক্ত করতে কয়েকটি পরিবর্তন আনেন। তবে ৯০তম মিনিটে বক্সের বাইরে থেকে ডিফ্লেক্টেড শটে ব্রুনো গুইমারায়েস লক্ষ্যভেদ করলে তিন পয়েন্ট পায় নিউক্যাসেল।