লা লিগা সভাপতির পদত্যাগ দাবি বার্সেলোনার  

অর্থ দিয়ে বার্সেলোনার রেফারিদের প্রভাবিত করার অভিযোগ বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ইস্যুতে ঘি ঢেলেছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস। এ বিষয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রমাণ সরবরাহের অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে তেবাসের পদত্যাগ দাবি করেছে কাতালান ক্লাব।         

স্প্যানিশ সংবাদ মাধ্যম লা ভ্যাংগার্ডিয়া সোমবার জানিয়েছে, স্পেনের প্রসিকিউটরদের কাছে বিভিন্ন ডকুমেন্ট হস্তান্তর করেছেন তেবাস। যেখানে ওই ঘটনার সংশ্লিষ্টদের বিরুদ্ধে দোষারোপের চেষ্টা করা হয়েছে।

অবশ্য ওই রিপোর্ট অনুযায়ী, সরবরাহকৃত ডকুমেন্ট অন্য মামলার সঙ্গে সম্পর্কিত। তার সঙ্গে সাবেক বার্সা সভাপতি সান্দ্রো রোসেল কিংবা জোসেপ মারিয়া বার্তেমেউর সঙ্গে সম্পর্ক নেই। বরং সেটি আরও পুরনো!

তেবাস নিজেও ঘটনার পর টুইটারে সরব হয়েছেন। বলেছেন, তিনি সুনির্দিষ্ট কাউকে দোষারোপ করেননি। বরং সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে অপবাদ রটানোর অভিযোগ করেছেন।

তার পরেও সোমবার তেবাসের কাছে ওই ঘটনার পরিষ্কার ব্যাখ্যা দাবি করেছে বার্সা। বিবৃতিতে গভীর ক্ষোভ, ঘৃণার কথা উল্লেখ করে তারা তেবাসের পদত্যাগ দাবি করেছে।