আবারও উয়েফার প্রেসিডেন্ট সেফেরিন

তৃতীয় মেয়াদে ফের উয়েফার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হলেন আলেক্সান্দার সেফেরিন। বুধবার লিসবনে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বৈঠক শেষে তাকে নির্বাচিত করা হয়।

ফরাসি গ্রেট মিচেল প্লাতিনির পতনের পর ২০১৬ সালে প্রথমবার প্রেসিডেন্ট হন ৫৫ বছর বয়সী স্লোভেনিয়ান আইনজীবী। ২০২৭ সাল পর্যন্ত এই দায়িত্বে থাকবেন সেফেরিন।

পুনর্নির্বাচিত হয়ে সেফেরিনের অন্যতম প্রধান কাজ হবে আগামী বছর থেকে চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটের প্রত্যাবর্তন। এছাড়া নতুন ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতিরও প্রণয়ন করতে যাচ্ছেন তিনি।

জিয়ান্নি ইনফান্তিনো ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহ পর পর্তুগালের রাজধানীতে উয়েফা কংগ্রেসে সেফেরিন নতুন মেয়াদে দায়িত্ব নিলেন।