আল ইত্তিহাদে বেনজেমার তিন বছরের চুক্তি, শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা

সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন করিম বেনজেমা। ক্লাব সূত্র এই খবর জানিয়েছে। রিয়াল মাদ্রিদে ১৪ বছর ট্রফিসমৃদ্ধ ক্যারিয়ার শেষ করে সৌদি আরবে পাড়ি জমালেন ফরাসি ফরোয়ার্ড।

ওই সূত্র বলেন, ‘আল ইত্তিহাদে তিন বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা, যা শুরু হচ্ছে পরের মৌসুম থেকে।’ জেদ্দার এই ক্লাবে যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে। এএফপি এক প্রতিবেদনে জানায়, পাঁচবারের চ্যাম্পিয়নস লিগ জয়ী ফরোয়ার্ডকে রিয়াল বিদায় সংবর্ধনা দেওয়ার পরই চূড়ান্ত ঘোষণা আসবে।

প্রতি মৌসুমে ৮ কোটি ৬০ লাখ পাউন্ডে চুক্তির ব্যাপারে সম্মতিতে পৌঁছেছে দুই পক্ষ। 

আল ইত্তিহাদের বর্তমান কোচ উলভস ও টটেনহ্যামের সাবেক কোচ নুনো এস্পিরিতো সান্তো। ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে এবারের সৌদি চ্যাম্পিয়ন তারা।