দুই ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

২০০৯ সালের পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলেছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে কুয়েতের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করলেও বিদায় নিতে হয়েছে শেষ চারেই। অতিরিক্ত সময়ে হজম করা গোলে ম্যাচ হারতে হয়েছে। শেখ মোরসালিন ও রাকিবের গোল মিস না হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো। সেটি না হওয়ায় আক্ষেপ নিয়েই কাল সোমবার দুই ফ্লাইটে করে দুপুরে ঢাকা ফিরছে বাংলাদেশ ফুটবল দল।

সেমিফাইনালের কষ্ট নিয়ে রাতে অনেকে ঠিক মতো ঘুমাতে পারেননি। আজ সব খেলোয়াড়রা নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। দলের ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘দল ভালো খেলেও সেমিফাইনাল জিততে পারেনি। এ নিয়ে ওদের মধ্যে কষ্ট আছে। তারপরও আজ ওদেরকে ফ্রি করে দেওয়া হয়েছিল। যে যার মতো করে ঘুরেছে।’

জামালদের দেশে ফেরা প্রসঙ্গে বাফুফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেছেন, ‘দল দুই ফ্লাইটে করে কাল দুপুরে দেশে ফিরতে যাচ্ছে। এক ফ্লাইটে সবার টিকিট না হওয়ায় দুই ফ্লাইটে আসতে হচ্ছে। একটি মুম্বাই, অন্যটি হায়দরাবাদ হয়ে আসবে।’