বিশ্বকাপে খেলা কলিনদ্রেসকে পাচ্ছে না আবাহনী

টানা দুই মৌসুম ধরে আবাহনীর ফরোয়ার্ড পজিশনে খেলে আসছিলেন রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস। আসছে মৌসুমে অবশ্য ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে পাওয়া সম্ভব হচ্ছে না। আকাশী-নীল জার্সিধারীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এরই মধ্যে কোস্টারিকায় ফিরে গেছেন এই ফরোয়ার্ড।

কোস্টারিকার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, কলিনদ্রেস কোস্টারিকার প্রথম বিভাগের দল মিউনিসিপাল লিবেরিয়ায় নাম লিখিয়েছেন।

আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমস বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘কলিনদ্রেসকে এএফসি কাপ কিংবা আসছে মৌসুমে আর পাওয়া যাবে না। ফোনে আমাকে বললো ও চলে যাচ্ছে, খেলবে না।’

২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলেই ঢাকায় নতুন অধ্যায় শুরু করেছিলেন কলিনদ্রেস।  প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসর পর দেশে ফিরে যোগ দিয়েছিলেন দিপোর্তিভো সাপ্রিসায়। সেখান থেকে ২০২১-২০২২ মৌসুমে আবাহনীতে নাম লেখান তিনি। আবাহনীর জার্সিতে দুই মৌসুমে করেছেন ২২ গোল। এবার ১২ গোল করে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ছিলেন তিন নম্বরে।