লিভারপুল থেকে আল ইত্তিহাদে ব্রাজিলের মিডফিল্ডার

ফুটবলের আরেক তারকা পাড়ি দিলেন সৌদি আরবে। ব্রাজিলের মিডফিল্ডার ফ্যাবিনহো লিভারপুল থেকে তিন বছরের চুক্তিতে আল ইত্তিহাদে নাম লিখলেন। সোমবার সৌদি ক্লাব এক ঘোষণায় এই তথ্য জানায়।

ফ্যাবিনহোর দাম ও অন্য আর্থিক বিষয়গুলো প্রকাশ করা না হলেও ব্রিটিশ মিডিয়ার তথ্য অনুযায়ী, ৪ কোটি ইউরোতে তাকে কিনেছে সৌদি প্রো লিগ ক্লাব।

শোনা যাচ্ছিল, ফ্যাবিনহোর কুকুর সৌদি আরবে ঢোকার অনুমতি না পাওয়ায় চুক্তি বিলম্বিত হবে। সেই ইঙ্গিত দিয়ে আল ইত্তিহাদ মেসেজিং প্ল্যাটফর্ম এক্স-এ (টুইটার) একটি ভিডিও পোস্ট করেছে, যার শিরোনাম, ‘বাঘেরা ঢোকার অনুমতি পেয়েছে।’

ওই ভিডিওতে ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে একটি বাঘ ধরে রেখে বলতে শোনা যায়, ‘আমিই বাঘ।’ লিভারপুলে ২১৯ ম্যাচ খেলা ফ্যাবিনহো এক্স-এ লিখেছেন, ‘আজ আমি আমার ঘর ছাড়লাম। এই জার্সি পাঁচ বছর ধরে পরেছি এবং সবসময় আনন্দ ও সম্মান নিয়ে। আমি এই ক্লাবকে ভালোবাসি। ধন্যবাদ রেড, তোমার সঙ্গে যত অভিজ্ঞতা অর্জন করেছি তার জন্য। তুমি কখনও একা হাঁটবে না।’

ফ্যাবিনহো সৌদি ক্লাবে সতীর্থ হিসেবে পাচ্ছেন করিম বেনজেমা ও এনগোলো কাঁতেকে। ২০১৮ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর ২৯ বছর বয়সী মিডফিল্ডার জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা সুপার কাপ শিরোপা।

গত সপ্তাহে জর্ডান হেন্ডারসনকে স্টিভ জেরার্ডের আল ইত্তিফাকের কাছে হারিয়েছে লিভারপুল।