আল নাসরে ‘প্রথম’ শিরোপা জয় রোনালদোর 

আল নাসরে যাওয়ার পর প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তাও আবার এমন টুর্নামেন্টে, যার ইতিহাসে তার দল এরআগে ফাইনালেই খেলেনি! আল হিলালকে ২-১ গোলে হারিয়ে রোনালদোর মতো আল নাসরও আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেয়েছে। দুটি গোলই করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড।     

গত মৌসুমে সৌদি ক্লাবটিতে যোগ দিয়েও রোনালদোকে শিরোপাহীন থাকতে হয়েছে। প্রো লিগে রানার্স আপ হয় আল নাসর। শিরোপা খরা কাটাতে অবশ্য এই টুর্নামেন্টে পুরোটা নিংড়ে দিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সী ৬টি গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়েছেন।

কিং ফাহাদ স্টেডিয়ামে জমজমাট ফাইনালটি দ্বিতীয়ার্ধের ৫০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। ৫১ মিনিটে শুরুতে গোল করে এগিয়ে গিয়েছিল আল হিলাল। ৭৪ মিনিটে রাইট ব্যাক সুলতান আল ঘানামের ক্রস থেকে দলকে সমতায় ফেরান রোনালদো।

দ্বিতীয়ার্ধে আরও বড় ধাক্কাও খায় তারা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দুই আল নাসর খেলোয়াড়। ৯ জনের দলে পরিণত হলেও তারা ম্যাচটা এক্সট্রা টাইমে নিতে পেরেছে দারুণ দৃঢ়তা দেখিয়ে। তার পর অতিরিক্ত সময়ের ৯৮ মিনিটে পর্তুগিজ অধিনায়ক জয়সূচক গোলটি এনে দিয়েছেন। তার পর অবশ্য খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে যেতে হয় রোনালদোকে। যা আল নাসর শিবিরে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, দুই দিন বাদেই সৌদি প্রো লিগে তাদের উদ্বোধনী ম্যাচ।