সৌদি প্রো লিগে বেনজেমার প্রথম গোলে শীর্ষে আল ইত্তিহাদ

ইএস তিউনিসের বিপক্ষে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে প্রথমবার আল ইত্তিহাদের জার্সি পরেই গোল করেছিলেন করিম বেনজেমা। কিন্তু ফরাসি ফরোয়ার্ড সৌদি প্রো লিগে দুই ম্যাচ খেলেও পাননি গোলের দেখা। অবশেষ লিগে কাটলো তার গোলখরা।

বৃহস্পতিবার প্রো লিগ মৌসুমের তৃতীয় ম্যাচে জালের দেখা পান বেনজেমা। ৪-০ গোলে আল রিয়াদকে হারিয়েছে আল ইত্তিহাদ।

রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার সফরকারীদের হয়ে ১৭তম মিনিটে প্রথম গোলটি করেন। উঁচু কোনাকুনি শটে জাল কাঁপান বেনজেমা।

আব্দেররাজ্জাক হামদাল্লাহ জোড়া গোল করেন। তারপর সালেহ আল জামানকে দিয়ে স্টপেজ টাইমে গোল করান বেনজেমা। এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে আল ইত্তিহাদ।