আর্সেনালকে জিততে দেয়নি ১০ জনের ফুলহ্যাম

গত ইংলিশ প্রিমিয়ার লিগে ট্রফি জয়ের ইঙ্গিত দিয়েও শেষ দিকে হোঁচট খেয়ে হৃদয় ভেঙেছিল আর্সেনালের। এবারও তারা প্রথম দুই ম্যাচ জিতে লিগ শুরু করেছে দারুণভাবে। কিন্তু হোঁচট খেলো তৃতীয় ম্যাচে, ফুলহ্যাম তাদের জিততে দেয়নি। ম্যাচ শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।

শনিবার এমিরেটস স্টেডিয়ামে লিড নেয় ফুলহ্যাম। প্রথম মিনিটে আন্দ্রেস পেরেইরা স্বাগতিকদের জালে বল জড়ান। 

দ্বিতীয়ার্ধে দুই মিনিটে দুটি গোল করে ম্যাচে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। ফ্যাভিও ভিয়েইরার ফাউলে ৭০ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান বুকায়ো সাকা। এডওয়ার্ড এনকেতিয়াহ ৭২ মিনিটে স্কোর ২-১ করেন। 

ফুলহ্যাম খেলা শেষ হওয়ার সাত মিনিট আগে বড় ধাক্কা খায় একজনের লাল কার্ডে। ক্যালভিন বাসি ৮৩ মিনিটে শাস্তি পেয়ে মাঠ ছাড়েন। তবে ১০ জনের দল নিয়েও তারা হাল ছাড়েনি। লাল কার্ড দেখার চার মিনিট পরই জোয়াও পালহিনহার সৌজন্যে গোল শোধ দেয় অতিথি দল।

২০২১ সালের ১৮ এপ্রিলের পর এই প্রথমবার আর্সেনালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলো ফুলহ্যাম। জিততে না পারায় সাময়িকভাবে টেবিলের শী্র্ষে উঠতে পারলো না গানাররা। তবে তিন ম্যাচ শেষে শীর্ষ দল টটেনহ্যাম হটস্পারের সমান ৭ পয়েন্ট নিয়ে গোলব্যবধানে পিছিয়ে থেকে দুই নম্বরে তারা।