দুই গোলে পিছিয়ে পড়েও জিতলো ম্যানইউ

টটেনহ্যাম হটস্পারের মাঠে আগের ম্যাচে ২-০ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার সেই পরিমাণ গোল তারা হজম করে চার মিনিটের মধ্যে। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জিতলো ম্যানচেস্টার ক্লাব।

ওল্ড ট্র্যাফোর্ডে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন তাইও আয়োনিয়ি। দুই মিনিটে ম্যানইউর জালে জড়ায় বল। তাদের হতবাক করে দিয়ে দুই মিনিট পর আবার গোল করে নটিংহ্যাম। উইলি বলি হেড করে জাল কাঁপান।

ম্যানইউর প্রত্যাবর্তনের শুরুটা হয় ১৭ মিনিটে। মার্কাস র‌্যাশফোর্ডের ক্রসে ক্রিস্টিয়ান এরিকসেন ব্যবধান কমান। বিরতিতে ২-১ গোলে এগিয়ে থেকে স্বাগতিকদের চাপে রাখে নটিংহ্যাম।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যানইউ স্কোর সমান করে। ৫২ মিনিটে কাসেমিরো ম্যানইউকে সমতায় ফেরান। ব্রুনো ফের্নান্দেসকে বক্সের ঠিক বাইরে ফাউল করে ৬৭ মিনিটে লাল কার্ড দেখেন জো ওরাল। ১০ জনের দল নিয়ে আর পেরে ওঠেনি নটিংহ্যাম।

১০ মিনিট পর বক্সের মধ্যে দানিলোর ফাউলের শিকার হন র‌্যাশফোর্ড। ফের্নান্দেস নেন পেনাল্টি কিক, আমেরিকান কিপার ম্যাট টার্নারকে পরাস্ত করে মৌসুমের দ্বিতীয় জয় এনে দেন পর্তুগিজ মিডফিল্ডার।

তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে গেছে ম্যানইউ।