৮৫০ গোলের মাইলফলকের পর রোনালদো বললেন, ‘আরও আসছে’

ক্রিস্তিয়ানো রোনালদো কোথায় থামবেন, এটা একমাত্র বলতে পারবেন পর্তুগিজ তারকাই। সর্বশেষ ম্যাচেই যেমন আল হাজেমের বিপক্ষে আল নাসরের ৫-১ গোলে জেতা ম্যাচে একটি গোল করে ৮৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন।

রোনালদোর ৮৫০ গোলের পর দ্বিতীয় স্থানে আছেন কেবল লিওনেল মেসি। তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮১৮।

 শেষ তিন ম্যাচেই সিআরসেভেন গোল করেছেন। এই ম্যাচে তো গোল করার পাশাপাশি অ্যাসিস্টও করেছেন দুটি। স্কোরশিটে নাম ছিল সাদিও মানেরও। তাতে সৌদি প্রো লিগে সরাসরি তৃতীয় জয় তুলে নিয়েছে আল নাসর।

প্রথম ৩০ ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬টি গোল করেছেন রোনালদো। রিয়াল মাদ্রিদেও শুরুর ক্যারিয়ারে সমান সংখ্যক ম্যাচ খেলেছিলেন। পার্থক্য হলো সেখান থেকে গোল কম রয়েছে একটি।      

প্রথম দুটি ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়া আল নাসর এখন লিগে ষষ্ঠ অবস্থানে। শীর্ষে থাকা আল হিলালের সংগ্রহ ১৩ পয়েন্ট। সমান ম্যাচে রোনালদোদের অর্জন ৯।

সোশ্যাল মিডিয়ায় গোলের মাইলফলক নিয়ে রোনালদো লিখেছেন, ‘আরেকটি অসাধারণ দলীয় নৈপুণ্য। আমরা উন্নতি করতে থাকবো। এগিয়ে যাও আল নাসর... ৮৫০ ক্যারিয়ার গোল এবং আরও আসছে!’