দুরন্ত ফর্মে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৬ ম্যাচে ২৪ গোল করেছেন পর্তুগিজ উইঙ্গার। যার মধ্যে তিনটিই করেছেন এএফসি চ্যাম্পিয়নস লিগে। অবশ্য মহাদেশীয় প্রতিযোগিতায় গ্রুপের শেষ ম্যাচে সেই সুযোগ পাচ্ছেন না তিনি। কারণ তাকে ছাড়াই মঙ্গলবার ইস্তিকলোলের মুখোমুখি হবে আল নাসর।
আল নাসরের কোচ লুইস কাস্ত্রো নিশ্চিত করেছেন, তাজিকিস্তান ক্লাবটির বিপক্ষে বিশ্রাম দেওয়া হচ্ছে রোনালদোকে। ‘ই’ গ্রুপে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট আল নাসরের। এরই মধ্যে তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। আর তাই ৩৮ বছর বয়সী ফরোয়ার্ডকে বিশ্রামে রাখা শ্রেয় মনে করছেন কোচ।
যদিও সৌদি প্রো লিগে আগের ম্যাচে আল হিলালের কাছে আল নাসরের হারের পথে ঘাড়ে হালকা চোট পান রোনালদো। বিশ্রাম পেলে পুরোপুরি সুস্থ হওয়ার সময় পাবেন তিনি। আগামী শুক্রবার আল রিয়াদের বিপক্ষে মাঠে দেখা যাবে তাকে। এছাড়া আল শাবাবের বিপক্ষে কিং কাপ অব চ্যাম্পিয়নসের কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।