আবাহনীর ঘুরে দাঁড়ানোর মিশন

আর্জেন্টিনার কোচ দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির সময়টা ভালো যাচ্ছে না। ফেডারেশন কাপের সেমিফাইনালে হারের পর থেকে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি আবাহনী লিমিটেড। আর্জেন্টাইন কোচের অধীনে আকাশী-নীল জার্সিধারিরা প্রিমিয়ার লিগে দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট নিতে পেরেছে। জাতীয় সংসদ নির্বাচনের বিরতির পর আবারও কাল শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে লিগের খেলা। এই রাউন্ডের প্রথম দিনই চারটি ম্যাচ রয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ছাড়াও মাঠে নামছে আবাহনী।

কিংস দুটো ম্যাচ জিতলেও শেখ জামালের বিপক্ষে বলতে গেলে আবাহনীর  ঘুরে দাঁড়ানোর মিশন। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে পৌঁনে তিনটার ম্যাচটিতে পাখির চোখ ক্রুসিয়ানির। এমনিতে ভালো খেলেও দলের খারাপ অবস্থায় তার ভাগ্য কিছুটা হলেও ঝুলছে। তারওপর শেখ জামাল কঠিন প্রতিপক্ষ। তবে কোচ হতাশ হচ্ছেন না। 

দলটির অধিনায়ক মোহাম্মদ হৃদয়ও আশাবাদী যে এই ম্যাচ দিয়ে দল ঘুরে দাঁড়াবে, ‘আমরা সবগুলো ম্যাচেই ভালো খেলছি। কেন জানি কাঙ্ক্ষিত জয় আসছে না। গোলের সুযোগ আসছে কিন্তু লক্ষ্যভেদ করা যাচ্ছে না। আমার মনে হয় এবার ঠিক হয়ে যাবে। আমরা জয় পাবো।’

দলের ম্যানেজার কাজী নজরুল ইসলামও আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমরা লিগে বসুন্ধরা কিংস থেকে ৫ পয়েন্ট পিছিয়ে আছি। মাত্র তো দুই রাউন্ড খেলা হলো। সামনে অনেক ম্যাচ বাকি। আশা করছি সামনের ম্যাচে সব ঠিক হয়ে যাবে। দল গোল পাবে এবং ম্যাচও জিতবে।’

তৃতীয় রাউন্ডে কিংস অ্যারেনাতে বসুন্ধরা কিংস মুখোমুখি হতে যাচ্ছে ফর্টিসের। এছাড়া রয়েছে আরও দুটো ম্যাচ।